বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

কবি ও কবিতা

কবি ও কবিতা

কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন

আমি সেদিন একা,
আনমনে চাঁদ দেখিলাম,
আর তুই বলেছিলি,
এই ছেলেটা!  চাঁদটা কি তোর একার?
ইচ্ছে হলে তুই ভাগটা দিবি,
দুইজনের ভিন্ন চোখে একই কিছু দেখা।
আমি তোর জন্য পুরো চাঁদটা দিলেম,
ফেলে আসলাম একা।
তুই হয়ত দেখিস নি তারে,
তোর এলোমেলো চুলে মাঝে,
হারিয়ে গেছে শেষে।
এই যে, এই ছেলেটা!
সকালটা কি তোর একার?
তারপরেতে সকলটা তোর জন্য করলাম একা,
সেদিন হতে সেই মেয়েটা হারিয়ে গেল ঘুমে,
সকাল পেরিয়ে বিকেল হলে ফিরে।
একদিন আমায় ডেকে বলল,
আমার জন্য রেশমি চুড়ি, এবার কিনে দিবি?
আমি চুড়ি কিনতে কিনতে,
চুড়ির একটা দোকান কিনলেম,
একটা চুড়ি ও নিতে এলো না সে।
তার পর থেকে হাত দুটো তার হারিয়ে গেল যেন!
আমাকে সে বলেছিলো,
এই যে!এই, শুনছিস?
তোর জন্য কাপটা করে চা নিয়ে কিন্তু আসব?
অপেক্ষায় থাকিস তবে,
হাসি দিয়ে সাড়া দিলেম,
তার চায়ের জন্যে অপেক্ষা করতে করতে,
আমার সারা জীবন গেল,
তবে ফের এলো না সে,
ফের এলো না সে,
ফের এলো না সে।

শনিবার, ৬ মে, ২০১৭

তুমি আমার হবে?

তুমি কি আমার হবে?
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন

তোমার স্বপ্ন হব, তুমি স্বপ্ন কিছু দিবে?
মনের যত ইচ্ছে সব, ভাগ করে নিবে।
তোমার কবিতার ছন্দ হব, লিখব কিছু গান,
যে গানের সুরের মাঝে, হৃদয় গোছাবে প্রাণ।
তোমার জন্য ভিন্ন এক তারা হব, জ্বলবো সারা বেলা,
তোমার জন্য নীলের ডিঙ্গে হয়ে, ভাসাবো মনের ভেলা।
তুমি কি আমার স্বপ্ন হবে? থাকবে সদা পাশে,
হৃদয় মাঝে রাখব তোমায়, গভীর ভালবেসে ।
তুমি আমার কবিতা হলে, লিখে যাব সারা জীবন,
তুমি মনের কাব্য হলে, গোছাবো তোমার আপন ভুবন।
তোমার জন্য হারিয়ে যাব, সবুজদের দলে,
তোমার জন্য ফের আসিব, তোমার ইচ্ছে হলে।

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

নববর্ষ

নববর্ষ
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন

বৈশাখ এসে বাংলা জুড়ে বৈশাখ এসেছে আজ,
বাঙ্গালীদের বাঙ্গালীয়ানায় অনেক রকম সাজ।
পান্তা ইলিশ, পান্তা ইলিশ জমে আজি ক্ষীর,
পুরাতন গেছে দূরে তাই নতুন করেছে ভীর।
রং মেখেছে চোখে চোখে মন রেঙ্গেছে তাই
বৈশাখ এসেছে বাংলা জুড়ে শহর থেকে গাঁয়।
শিশু যুবক কৃষক শ্রমিক গাইছে বৈশাখী গান,
হালখাতা আর মিষ্টিমুখর ঐতিহ্যের রেখে মান।
মেলায় বসেছে মনের পাগল বাউল গানের মেলা,
হৃদয় আজ উচ্ছ্বাসে ভরা খুশির নাগরদোলা।
রমনা ও টি. আই. সি. আর ডি.সি. ও সাত রাস্তার মোড়ে,
বাঙ্গালীরা আজ মেতে উঠেছে সেথায়  পুরো দিনটি জুড়ে।
বৈশাখী হাওয়ার রং লেগেছে, বৈশাখ এসেছে মনে,
নববর্ষ সবার শুভ থাকুক, সুন্দর আসুক পরানে।