শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

ফিরে আস তুমি!


             

                                          ফিরে আস তুমি !

                                               কাজী  মোহাম্মদ শিহাবুদ্দীন

‡m w`b †Zvgvq †`‡L wQby Aš—c~bvi †`‡k,

¯^vaxb g‡b Nyi‡Qv Zzwg,iv½v cwii †e‡k
Kv‡Q hLb †Mjvg Avwg,Dovj w`‡j Zzwg,
‡Zvgvi †Lvu‡R Kv`uwQ Avwg,wd‡i Avm Zzwg
‡Zvgvi †Lvu‡R hvw”Q Avwg, exbvi evwk ï‡b,
‡Zvgvq cvIqvi Avkv ¸‡jv,g‡bi Q›` ey‡b
MM‡b †`L wSwjwgwj Ki‡Q Pvu‡`I Av‡jv,
Zzwg wb‡R bv wdi‡j †Mv, †Kv_vq cve e‡jv
‡Zvgvq bv †c‡q AvwR wbt¯^ †gvi Rxeb,
¶wbK †`‡L fvewQ ‡Zvgvq wb‡Ri †P‡q Avcb
                            

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

তোরা একটু বাঁচা !

                      তোরা একটু বাঁচা !

                                           কাজী  মোহাম্মদ শিহাবুদ্দীন

মধূর লগনে আগুন জ্বলে, জ্বলছে সোনালী খাঁচা,

ওরে নবীন,ওরে তরুন,তোরা একটু বাঁচা !

মাঠ ভরা ঐ সোনালী ফসলে ভরপূর,

       তবু কেন সাফল্যের দেশ ভেঙ্গে চূরমাচূর।

চলো চলো এগিয়ে চল,ঝান্ডা শিকল নিয়ে,

বিজয় নিয়ে ফিরিয়ে আসি,বিজয়ী পতাকা দিয়ে।

ওরে নবীন, ওরে তরুন ,তোরা একটু বাঁচা !

নইতো কোমড়া আটকাবে না আর ,ভেঙ্গে পড়বে মাঁচা। 

নইতো এই পথ দূর্গম গিরি,হয়ত দূর্মর,

বিজয়ের পথে মরলে তোরা ,হইবি রে অমর।

ওরে নবীন ,ওরে তরুন ,তোরা একটু বাঁচা !

বিজয়ের ফসল কাটব এখন ,নইতো আর কাঁচা

                                                                         (সংক্ষিপ্ত )

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

খোঁজবে তুমি খোঁজবে

                 খোঁজবে তুমি খোঁজবে

                                           কাজী  মোহাম্মদ শিহাবুদ্দীন

মি বুঝনী আমায়,বুঝবে আর কি করে ?

বুঝবে হয়ত সেই দিন ,যে দিন যাব চিরতরে ।

কিন্তু সে দিন আমায় আর তুমি পাবে বা কোথায় ?

যে দিন হয়ত যাব চলে দূর অজানায়।

জানি তুমি আমায় একদিন বুজবে,

সেই দিন তুমি পাগলের মত খুজবে,

কিন্তু সে দিন তুমি আমায় পাবে বা কোথায়?

খুঁজে পাবে না তো যাওয়া পথ হেতায়,

আসব নাতো আর কোন দিন,তোমার কাছে ফিরে।

আমার স্মৃতি গুলো হয়ত সে দিন ,থাকবে তোমায় ঘীরে।

কিন্তু সে দিন আমায় তুমি, পাবে বা আর কোথায় ?

                                                                     (সংক্ষিপ্ত )