বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

তোরা একটু বাঁচা !

                      তোরা একটু বাঁচা !

                                           কাজী  মোহাম্মদ শিহাবুদ্দীন

মধূর লগনে আগুন জ্বলে, জ্বলছে সোনালী খাঁচা,

ওরে নবীন,ওরে তরুন,তোরা একটু বাঁচা !

মাঠ ভরা ঐ সোনালী ফসলে ভরপূর,

       তবু কেন সাফল্যের দেশ ভেঙ্গে চূরমাচূর।

চলো চলো এগিয়ে চল,ঝান্ডা শিকল নিয়ে,

বিজয় নিয়ে ফিরিয়ে আসি,বিজয়ী পতাকা দিয়ে।

ওরে নবীন, ওরে তরুন ,তোরা একটু বাঁচা !

নইতো কোমড়া আটকাবে না আর ,ভেঙ্গে পড়বে মাঁচা। 

নইতো এই পথ দূর্গম গিরি,হয়ত দূর্মর,

বিজয়ের পথে মরলে তোরা ,হইবি রে অমর।

ওরে নবীন ,ওরে তরুন ,তোরা একটু বাঁচা !

বিজয়ের ফসল কাটব এখন ,নইতো আর কাঁচা

                                                                         (সংক্ষিপ্ত )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন