৺ নিঃস্ব মোর জীবন
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন।
একদিন আমার সব ছিল,
ছিলো সব কাছে ,
আজ আমি নিঃস্ব,সব
কিছুই হারিয়ে গেছে ।
ছিলাম আমি সবচেয়ে বড়
অহংকার ,
সব কিছুতে করতাম আমি
বিশেষ কারিগরী ।
কারো সূখ দেখলে করতাম
বড় রেষ ,
তাইতো আজি আমার সব হয়ে
গেছে শেষ ।
এখন আমি সবই হারিয়ে
একা ,
পাব কিনা জানি না
সূখের দেখা ।
দূঃখের পরে সূখ এই তো
কামনার ফসল ,
সূখের পরে দূঃখ এলে
গুনতে হয় তার মাশুল ।
সব হারিয়ে নিঃস্ব মোর
জীবন ,
আবশেষে ধর্য্য হল মোর
সবচেয়ে আপন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন