শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

বৈশাখ

বৈশাখ
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন (ম্যাজিশিয়ান কাজী) 
বৈশাখ এসে বাংলা জুড়ে বৈশাখ এসেছে আজ,
বাঙ্গালীদের বাঙ্গালীয়ানায় অনেক রকম সাজ।
পান্তা ইলিশ, পান্তা ইলিশ জমে আজি ক্ষীর,
পুরাতন গেছে দূরে তাই নতুন করেছে ভীর।
রং মেখেছে চোখে চোখে মন রেঙ্গেছে তাই
বৈশাখ এসেছে বাংলা জুড়ে শহর থেকে গাঁয়।
শিশু যুবক কৃষক শ্রমিক গাইছে বৈশাখী গান,
হালখাতা আর মিষ্টিমুখর ঐতিহ্যের রেখে মান।
মেলায় বসেছে মনের পাগল বাউল গানের মেলা,
হৃদয় আজ উচ্ছ্বাসে ভরা খুশির নাগরদোলা। 
রমনা ও টি. আই. সি. আর ডি.সি. ও সাত রাস্তার মোড়ে,
বাঙ্গালীরা আজ মেতে উঠেছে সেথায়  পুরো দিনটি জুড়ে।
বৈশাখী হাওয়ার রং লেগেছে, বৈশাখ এসেছে মনে,
নববর্ষ সবার শুভ থাকুক, সুন্দর আসুক পরানে। 

তুমি এলে

তুমি এলে....
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন

তোমাকে পেয়েছি গোপনে,
হৃদয়ের পরশে গগনের ঘন বরষে,
তোমাকে পেয়েছি আপনে।
তুমি হে তুমি আমারি সবি,
তুমি যদি না আসিতে হৃদয় মরু হত,
স্বপ্ন গুলো সব মিথ্যে থাকত।
হৃদয়ে এখন শুধু তুমি!
প্রতিটি ঘুম, ঘুম হত না, স্বপ্নে তুমি না এলে,
সুন্দরি বলে শুধু চাঁদ একা থাকত, 
তোমায় না দেখা না পেলে।
এসেছিলে আমার জগন্য জীবন সাজাতে,
সাজিয়ে দিলে আমাকে তুমি একা।
আমি এখন অনেকটা গোছালো!
এক সময়ের পাগলাটা এখন বিমোহিত,
বেঁচে থাকার স্বপ্নটা অনেকটা বেড়ে গেল।
আছি তোমার সাথে, থাকব বলে প্রতিজ্ঞা করছি,
তুমি কি রবে চির সঙ্গি হয়ে?
কথাটা শুনিয়ে হয়ত হাসালেম তোমায়!
তারপর ভয় হয়! কখনো যদি হারিয়ে যাও!
আমি বাঁচবো কার জন্য।
তোমার হাসিতে খোঁজে পায় আমি,
অনন্তের স্বাদ, কি বিমোহিত কি মধুর!
চাঁদের ঝলকা হাসির মত, হীরের মত দাঁতে,
হেসে যাও তুমি, হেসে যাও তুমি,
তোমার হাসিতে হৃদয়মগ্ন রাখি।
আমি মুগ্ধ! আমি মুগ্ধ! আমি মুগ্ধ!
তুমি সকালটাকে করেছো কুসুম-কোমলা,
দুপুরটাকে কোলাহল রৌদ্রস্নাত
আর রাতটাকে বিশাল স্বপ্নময়ী,
এই তুমি সেই তুমি,
শুরু থেকে শেষ তুমি।
কখনো যেওনা ভুলে,
তোমায় যাবে না ভুলা,
তুমি এসেছিলে জীবন রাঙ্গাতে,
রাঙ্গিয়ে দিয়েছো তোমার স্মৃতিতে,
এই স্মৃতি যাবে না মুছা।
আমি পরাজিত, আমি পাগল,আমি নিঃস্ব
আমি আজ তোমার প্রেমে অন্ধ।

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

তুমি এসেছিলে

তুমি এসেছিলে.......
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
(ম্যাজিশিয়ান কাজী)
তুমি এসেছিলে,
আমাকে ঘুম ভাঙ্গাতে,
আর চেয়েছিলে,
আমাকে তোমার মত সাজাতে।
আচ্ছা জীবনের এই ক্ষুদ্র সময়ে
এরচেয়ে বেশি কি আর পাওয়ার আছে?
আমি যে তোমার মত একজন তুমি পেয়েছি,
এটাই আমার কাছে যথেষ্ট। 
যাকে ভুলেও, ভুলে যাওয়া যায় না।
এই তুমি সেই তুমি যাকে আমি পেয়েছি,
আমার জীবনে সব চেয়ে বড় প্রাপ্তি হয়ে।
আচ্ছা এর চেয়ে বেশি কি কেউ পায়?
তুমি আমার স্বপ্ন, স্বপ্নিল কালো রাত,
সেই রাতের হাস্যোজ্জল চাঁদ।
যার আলোতে মুগ্ধ আমার হৃদয়,
সেই হৃদয় বিমোহিত এক সুরে,
তুমি পাশে থেকো সদা যেওনা কো দূরে।
আমি তো তোমার পাগল, শুধু তোমার।
আচ্ছা তুমি কি বুঝো না?
কতটা ভালবাসি তোমাকে!
তুমি শুভ সকাল না বললে আমার ঘুম ভাঙ্গে না,
আমার প্রতিটি সময় জুড়ে শুধু তুমিই আছো,
আমি ও তোমার ছায়ার মত, 
যেদিক যাও সেদিক যায় তোমার পিছু পিছু।
তোমার ওই হাসিটা না দেখে আমার ঘুম আসেনা,
আমার ঘুমের স্বপ্নেও তুমি,
এখানে তুমি, সেখানে তুমি, 
সবখানে তুমি তুমি তুমি
আমার জীবনের সবচেয়ে প্রিয় তুমি।
আবারো বলছি, এই তুমি সেই তুমি যাকে আমি পেয়েছি,
সত্যি নিজে নিজের কাছে ধন্য আমি হয়েছি।।

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

কবি ও কবিতা

কবি ও কবিতা

কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন

আমি সেদিন একা,
আনমনে চাঁদ দেখিলাম,
আর তুই বলেছিলি,
এই ছেলেটা!  চাঁদটা কি তোর একার?
ইচ্ছে হলে তুই ভাগটা দিবি,
দুইজনের ভিন্ন চোখে একই কিছু দেখা।
আমি তোর জন্য পুরো চাঁদটা দিলেম,
ফেলে আসলাম একা।
তুই হয়ত দেখিস নি তারে,
তোর এলোমেলো চুলে মাঝে,
হারিয়ে গেছে শেষে।
এই যে, এই ছেলেটা!
সকালটা কি তোর একার?
তারপরেতে সকলটা তোর জন্য করলাম একা,
সেদিন হতে সেই মেয়েটা হারিয়ে গেল ঘুমে,
সকাল পেরিয়ে বিকেল হলে ফিরে।
একদিন আমায় ডেকে বলল,
আমার জন্য রেশমি চুড়ি, এবার কিনে দিবি?
আমি চুড়ি কিনতে কিনতে,
চুড়ির একটা দোকান কিনলেম,
একটা চুড়ি ও নিতে এলো না সে।
তার পর থেকে হাত দুটো তার হারিয়ে গেল যেন!
আমাকে সে বলেছিলো,
এই যে!এই, শুনছিস?
তোর জন্য কাপটা করে চা নিয়ে কিন্তু আসব?
অপেক্ষায় থাকিস তবে,
হাসি দিয়ে সাড়া দিলেম,
তার চায়ের জন্যে অপেক্ষা করতে করতে,
আমার সারা জীবন গেল,
তবে ফের এলো না সে,
ফের এলো না সে,
ফের এলো না সে।

শনিবার, ৬ মে, ২০১৭

তুমি আমার হবে?

তুমি কি আমার হবে?
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন

তোমার স্বপ্ন হব, তুমি স্বপ্ন কিছু দিবে?
মনের যত ইচ্ছে সব, ভাগ করে নিবে।
তোমার কবিতার ছন্দ হব, লিখব কিছু গান,
যে গানের সুরের মাঝে, হৃদয় গোছাবে প্রাণ।
তোমার জন্য ভিন্ন এক তারা হব, জ্বলবো সারা বেলা,
তোমার জন্য নীলের ডিঙ্গে হয়ে, ভাসাবো মনের ভেলা।
তুমি কি আমার স্বপ্ন হবে? থাকবে সদা পাশে,
হৃদয় মাঝে রাখব তোমায়, গভীর ভালবেসে ।
তুমি আমার কবিতা হলে, লিখে যাব সারা জীবন,
তুমি মনের কাব্য হলে, গোছাবো তোমার আপন ভুবন।
তোমার জন্য হারিয়ে যাব, সবুজদের দলে,
তোমার জন্য ফের আসিব, তোমার ইচ্ছে হলে।

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

নববর্ষ

নববর্ষ
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন

বৈশাখ এসে বাংলা জুড়ে বৈশাখ এসেছে আজ,
বাঙ্গালীদের বাঙ্গালীয়ানায় অনেক রকম সাজ।
পান্তা ইলিশ, পান্তা ইলিশ জমে আজি ক্ষীর,
পুরাতন গেছে দূরে তাই নতুন করেছে ভীর।
রং মেখেছে চোখে চোখে মন রেঙ্গেছে তাই
বৈশাখ এসেছে বাংলা জুড়ে শহর থেকে গাঁয়।
শিশু যুবক কৃষক শ্রমিক গাইছে বৈশাখী গান,
হালখাতা আর মিষ্টিমুখর ঐতিহ্যের রেখে মান।
মেলায় বসেছে মনের পাগল বাউল গানের মেলা,
হৃদয় আজ উচ্ছ্বাসে ভরা খুশির নাগরদোলা।
রমনা ও টি. আই. সি. আর ডি.সি. ও সাত রাস্তার মোড়ে,
বাঙ্গালীরা আজ মেতে উঠেছে সেথায়  পুরো দিনটি জুড়ে।
বৈশাখী হাওয়ার রং লেগেছে, বৈশাখ এসেছে মনে,
নববর্ষ সবার শুভ থাকুক, সুন্দর আসুক পরানে।

বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

পাশে থাকিস

পাশে থাকিস......
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
>>>ম্যাজিশিয়ান কাজী<<<
দুঃখের চাদরে বসত করি, সুখের দরকার কি...?
মনের সাথে মন মানাবো, স্বপ্নের দোষ কি.....!
স্বপ্ন যত মিথ্যে হউক! তবু লাগে তারে ভালো,
রাতের আধার দূরাতে এলো, সেই চাঁদনী আলো।
স্বপ্ন দেখতে নাইকো বারণ, লাগেনা কারো দয়া,
লাগে শুধু মনের মাঝে বিশ্বাসী তারার মায়া।
স্বপ্ন কারো ক্ষত করে না, করে মনের প্রশান্তি,
ভুল ভ্রান্তি জব্দ করে দেয় হ্রদয়ের সুখ বন্দি!
স্বপ্ন তুই মনের শান্তি,তুই নক্ষত্রেশ আশার আলো,
মিথ্যে হলে ও তোকে আমি, বাসি অনেক ভালো।
স্বপ্ন তুই যাস না ছেড়ে, নিঃস্ব করে আমাকে..!
তোর জন্যে বেচে আছি, অশ্রুহীনা দু'চোখে ।।