তুমি এলে....
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
তোমাকে পেয়েছি গোপনে,
হৃদয়ের পরশে গগনের ঘন বরষে,
তোমাকে পেয়েছি আপনে।
তুমি হে তুমি আমারি সবি,
তুমি যদি না আসিতে হৃদয় মরু হত,
স্বপ্ন গুলো সব মিথ্যে থাকত।
হৃদয়ে এখন শুধু তুমি!
প্রতিটি ঘুম, ঘুম হত না, স্বপ্নে তুমি না এলে,
সুন্দরি বলে শুধু চাঁদ একা থাকত,
তোমায় না দেখা না পেলে।
এসেছিলে আমার জগন্য জীবন সাজাতে,
সাজিয়ে দিলে আমাকে তুমি একা।
আমি এখন অনেকটা গোছালো!
এক সময়ের পাগলাটা এখন বিমোহিত,
বেঁচে থাকার স্বপ্নটা অনেকটা বেড়ে গেল।
আছি তোমার সাথে, থাকব বলে প্রতিজ্ঞা করছি,
তুমি কি রবে চির সঙ্গি হয়ে?
কথাটা শুনিয়ে হয়ত হাসালেম তোমায়!
তারপর ভয় হয়! কখনো যদি হারিয়ে যাও!
আমি বাঁচবো কার জন্য।
তোমার হাসিতে খোঁজে পায় আমি,
অনন্তের স্বাদ, কি বিমোহিত কি মধুর!
চাঁদের ঝলকা হাসির মত, হীরের মত দাঁতে,
হেসে যাও তুমি, হেসে যাও তুমি,
তোমার হাসিতে হৃদয়মগ্ন রাখি।
আমি মুগ্ধ! আমি মুগ্ধ! আমি মুগ্ধ!
তুমি সকালটাকে করেছো কুসুম-কোমলা,
দুপুরটাকে কোলাহল রৌদ্রস্নাত
আর রাতটাকে বিশাল স্বপ্নময়ী,
এই তুমি সেই তুমি,
শুরু থেকে শেষ তুমি।
কখনো যেওনা ভুলে,
তোমায় যাবে না ভুলা,
তুমি এসেছিলে জীবন রাঙ্গাতে,
রাঙ্গিয়ে দিয়েছো তোমার স্মৃতিতে,
এই স্মৃতি যাবে না মুছা।
আমি পরাজিত, আমি পাগল,আমি নিঃস্ব
আমি আজ তোমার প্রেমে অন্ধ।
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
তোমাকে পেয়েছি গোপনে,
হৃদয়ের পরশে গগনের ঘন বরষে,
তোমাকে পেয়েছি আপনে।
তুমি হে তুমি আমারি সবি,
তুমি যদি না আসিতে হৃদয় মরু হত,
স্বপ্ন গুলো সব মিথ্যে থাকত।
হৃদয়ে এখন শুধু তুমি!
প্রতিটি ঘুম, ঘুম হত না, স্বপ্নে তুমি না এলে,
সুন্দরি বলে শুধু চাঁদ একা থাকত,
তোমায় না দেখা না পেলে।
এসেছিলে আমার জগন্য জীবন সাজাতে,
সাজিয়ে দিলে আমাকে তুমি একা।
আমি এখন অনেকটা গোছালো!
এক সময়ের পাগলাটা এখন বিমোহিত,
বেঁচে থাকার স্বপ্নটা অনেকটা বেড়ে গেল।
আছি তোমার সাথে, থাকব বলে প্রতিজ্ঞা করছি,
তুমি কি রবে চির সঙ্গি হয়ে?
কথাটা শুনিয়ে হয়ত হাসালেম তোমায়!
তারপর ভয় হয়! কখনো যদি হারিয়ে যাও!
আমি বাঁচবো কার জন্য।
তোমার হাসিতে খোঁজে পায় আমি,
অনন্তের স্বাদ, কি বিমোহিত কি মধুর!
চাঁদের ঝলকা হাসির মত, হীরের মত দাঁতে,
হেসে যাও তুমি, হেসে যাও তুমি,
তোমার হাসিতে হৃদয়মগ্ন রাখি।
আমি মুগ্ধ! আমি মুগ্ধ! আমি মুগ্ধ!
তুমি সকালটাকে করেছো কুসুম-কোমলা,
দুপুরটাকে কোলাহল রৌদ্রস্নাত
আর রাতটাকে বিশাল স্বপ্নময়ী,
এই তুমি সেই তুমি,
শুরু থেকে শেষ তুমি।
কখনো যেওনা ভুলে,
তোমায় যাবে না ভুলা,
তুমি এসেছিলে জীবন রাঙ্গাতে,
রাঙ্গিয়ে দিয়েছো তোমার স্মৃতিতে,
এই স্মৃতি যাবে না মুছা।
আমি পরাজিত, আমি পাগল,আমি নিঃস্ব
আমি আজ তোমার প্রেমে অন্ধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন