শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

তুমি এসেছিলে

তুমি এসেছিলে.......
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
(ম্যাজিশিয়ান কাজী)
তুমি এসেছিলে,
আমাকে ঘুম ভাঙ্গাতে,
আর চেয়েছিলে,
আমাকে তোমার মত সাজাতে।
আচ্ছা জীবনের এই ক্ষুদ্র সময়ে
এরচেয়ে বেশি কি আর পাওয়ার আছে?
আমি যে তোমার মত একজন তুমি পেয়েছি,
এটাই আমার কাছে যথেষ্ট। 
যাকে ভুলেও, ভুলে যাওয়া যায় না।
এই তুমি সেই তুমি যাকে আমি পেয়েছি,
আমার জীবনে সব চেয়ে বড় প্রাপ্তি হয়ে।
আচ্ছা এর চেয়ে বেশি কি কেউ পায়?
তুমি আমার স্বপ্ন, স্বপ্নিল কালো রাত,
সেই রাতের হাস্যোজ্জল চাঁদ।
যার আলোতে মুগ্ধ আমার হৃদয়,
সেই হৃদয় বিমোহিত এক সুরে,
তুমি পাশে থেকো সদা যেওনা কো দূরে।
আমি তো তোমার পাগল, শুধু তোমার।
আচ্ছা তুমি কি বুঝো না?
কতটা ভালবাসি তোমাকে!
তুমি শুভ সকাল না বললে আমার ঘুম ভাঙ্গে না,
আমার প্রতিটি সময় জুড়ে শুধু তুমিই আছো,
আমি ও তোমার ছায়ার মত, 
যেদিক যাও সেদিক যায় তোমার পিছু পিছু।
তোমার ওই হাসিটা না দেখে আমার ঘুম আসেনা,
আমার ঘুমের স্বপ্নেও তুমি,
এখানে তুমি, সেখানে তুমি, 
সবখানে তুমি তুমি তুমি
আমার জীবনের সবচেয়ে প্রিয় তুমি।
আবারো বলছি, এই তুমি সেই তুমি যাকে আমি পেয়েছি,
সত্যি নিজে নিজের কাছে ধন্য আমি হয়েছি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন