মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

৺ নতুন বৎসসকাল


              নতুন বৎসসকাল

      কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
আজ তুই চলে যাবি দূর অজানার নৌবহরির তীরে,
তোর জন্যে কাঁদে মন, এই হৃদয় কাঁদনে পূরে।
অশ্রু আমার যত ঝরুক মায়াবির দু’চোখে,
জীবনটা মোর ফেলনা করে পাব কি আর তোকে ?
যাচ্ছিস তুই যাবি দূরে কাঁদন হাসিয়ে মোরে,
রাখতে চেয়েও কাছে আমি রাখতে পারি নি তোরে ।
তোর সাথে থাকার সময় করেছি তোকে যত অবহেলা,
তোর সময়ের মূল্য কত বুঝসি বিদায়ী বেলা।
২০১৩ তুই যাবি চলে তুলে বিদায়ী পাল,
কাল হতে আসবে আবার নতুন বৎসসকাল।
                 ( সমাপ্ত )

শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

রূপ দিশারী রুপালী

৺                       রূপ দিশারী রুপালী 
               কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
স্বাধীন দেশের মানুষ  মোরা , স্বাধীন  মোদের মান,
বাংলা মোদের মাতৃভাষা, বাংলা জোড়াই  প্রাণ ।
এই দেশেরি ধূলা - বালি হীরার চেয়ে দামি,
এই দেশেরী রূপ চিত্রে হারিয়ে গেছি আমি ।
রূপ দিশারী রুপালী তোর  রূপের  তেষ্টা বেশ
রূপের সেই বর্ণনা করি  কিভাবে শেষ ?
তোর হাতে রাঙ্গা ইলিশ পাটের  গড়া শাড়ি,
গায়ের পথে  মাটির রাস্তা আর গরুর সেই গাড়ি ।
ভালবাসি তোর  স্নিগ্ধ ছায়া সূরের ডানা মেলা
কৃষক মুখে চাঁদের হাসি, নদীর মাঝির ভেলা ।
সাজের বেলা প্রজাপতি মেলে দেখে ডানা
শিল্প কাজে মুগ্ধ করা বাবুই পাখির ছানা ।

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

৺ নিঃস্ব মোর জীবন


                                                নিঃস্ব মোর জীবন


                                      কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন

                    একদিন আমার সব ছিল, ছিলো সব কাছে ,

                    আজ আমি নিঃস্ব,সব কিছুই হারিয়ে গেছে ।

                    ছিলাম আমি সবচেয়ে বড় অহংকার , 

                    সব কিছুতে করতাম আমি বিশেষ কারিগরী ।

                    কারো সূখ দেখলে করতাম বড় রেষ ,

                    তাইতো আজি আমার সব হয়ে গেছে শেষ ।

                        এখন আমি সবই হারিয়ে একা ,

                      পাব কিনা জানি না সূখের দেখা ।

                    দূঃখের পরে সূখ এই তো কামনার ফসল ,

                    সূখের পরে দূঃখ এলে গুনতে হয় তার মাশুল ।

                         সব হারিয়ে নিঃস্ব মোর জীবন ,

                      আবশেষে ধর্য্য হল মোর সবচেয়ে আপন ।

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

ফিরে আস তুমি!


             

                                          ফিরে আস তুমি !

                                               কাজী  মোহাম্মদ শিহাবুদ্দীন

‡m w`b †Zvgvq †`‡L wQby Aš—c~bvi †`‡k,

¯^vaxb g‡b Nyi‡Qv Zzwg,iv½v cwii †e‡k
Kv‡Q hLb †Mjvg Avwg,Dovj w`‡j Zzwg,
‡Zvgvi †Lvu‡R Kv`uwQ Avwg,wd‡i Avm Zzwg
‡Zvgvi †Lvu‡R hvw”Q Avwg, exbvi evwk ï‡b,
‡Zvgvq cvIqvi Avkv ¸‡jv,g‡bi Q›` ey‡b
MM‡b †`L wSwjwgwj Ki‡Q Pvu‡`I Av‡jv,
Zzwg wb‡R bv wdi‡j †Mv, †Kv_vq cve e‡jv
‡Zvgvq bv †c‡q AvwR wbt¯^ †gvi Rxeb,
¶wbK †`‡L fvewQ ‡Zvgvq wb‡Ri †P‡q Avcb