৺ নতুন বৎসসকাল
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
আজ তুই চলে যাবি
দূর অজানার নৌবহরির তীরে,
তোর জন্যে কাঁদে
মন, এই হৃদয় কাঁদনে পূরে।
অশ্রু আমার যত ঝরুক
মায়াবির দু’চোখে,
জীবনটা মোর ফেলনা
করে পাব কি আর তোকে ?
যাচ্ছিস তুই যাবি
দূরে কাঁদন হাসিয়ে মোরে,
রাখতে চেয়েও কাছে
আমি রাখতে পারি নি তোরে ।
তোর সাথে থাকার সময়
করেছি তোকে যত অবহেলা,
তোর সময়ের মূল্য কত
বুঝসি বিদায়ী বেলা।
২০১৩ তুই যাবি চলে
তুলে বিদায়ী পাল,
কাল হতে আসবে আবার
নতুন বৎসসকাল।
( সমাপ্ত )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন