৺ খোঁজবে তুমি খোঁজবে
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
তুমি বুঝনী আমায়,বুঝবে আর কি করে ?
বুঝবে হয়ত সেই দিন ,যে দিন যাব চিরতরে ।
কিন্তু সে দিন আমায় আর তুমি পাবে বা কোথায় ?
যে দিন হয়ত যাব চলে দূর অজানায়।
জানি তুমি আমায় একদিন বুজবে,
সেই দিন তুমি পাগলের মত খুজবে,
কিন্তু সে দিন তুমি আমায় পাবে বা কোথায়?
খুঁজে পাবে না তো যাওয়া পথ হেতায়,
আসব নাতো আর কোন দিন,তোমার কাছে ফিরে।
আমার স্মৃতি গুলো হয়ত সে দিন ,থাকবে তোমায় ঘীরে।
কিন্তু সে দিন আমায় তুমি, পাবে বা আর কোথায় ?
(সংক্ষিপ্ত )
nice
উত্তরমুছুন