শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

৺----------------আশার সর্বনাশ

৺----------------আশার সর্বনাশ
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
কিছু আশা শুধু আশায় থেকে যায়,
কিছু স্বপ্ন ঘুমে ভেঙ্গে যায় |
মনের কিছু ভাষা কেউ তো বুঝে না,
সে মিথ্যা কি সত্য কেউ তা খোজে না |
আশার প্রদীপ জ্বালীয়ে তুমি করো যত আশা,
দূঃখের চাদর ডেকে দিয়ে করবে র্স্ববনাশা |
সূখের সময় ওয়াদা করে সদায় থাকবে কাছে,
দূঃখের সময় পালিয়ে যায় বলে সব মিছে|
সূখের দিনে সবাই থাকে থাকিনা আমি একা,
দূঃখের দিনে ঐ আপনার পাই কি আর দেখা |
স্বপ্ন কোন সত্য হয় না তবু করি কেন আশা,
সব কিছু মোর নিঃস্ব করে হয়েছি সর্বনাশা |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন