সোমবার, ৬ জুলাই, ২০১৫

৺.................................বঙ্গবন্ধু

                ৺.................................বঙ্গবন্ধু
 কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
 গোপালগঞ্জ জেলায় অবস্থিত-    
                            টুঙ্গিপাড়া গ্রাম, 
সে গ্রামে জন্মেছিল-         
          শেখ মুজিব তাঁহার নাম।
শুরু থেকে শোভা পাই তাঁহার-
                              সংগ্রামী চৈতন্য , 
দেশকে মুক্তি করার জন্যে-  
                          হলেন তিনি ধন্য।
 ২৫ই মার্চ আক্রমন করল-  
                               পাক-বাহিনী, 
 সে দিন হতে শুরু হল-  
                            মুক্তির কাহিনী।
 নেতৃত্বহীন বাঙালীর-    
                           সকল সর্বনাশা, 
এমন সময় বঙ্গবন্ধু -  
                      হলেন তাদের আশা। 
দেশের জন্য করে দিলেন-
                          নিজের জীবন দান, 
তাঁহার কন্ঠে জাগিয়ে উঠত- 
                            বাঙালীদের প্রাণ।
 বিগ্রহের মধ্যদিয়ে করল- 
                                    জীবন শেষ,
 অবশেষে গড়ে উঠল-  
                       স্বাধীন বাংলাদেশ।

৺----------------------জনমে জনম

৺---------------------জনমে জনম
  কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
মন তোকে কতবার বললাম আর কাঁদিস না,
যাকে তুই বাসিস ভাল সে তুকে বাসে না।
চুপটি বসে দেখ কি বা আর হয়,
ভালবাসা ধর্য্য বস্ত্র তড়িৎ প্রবল নয়।
ওরে মন পাগল কোথাকার,
সারা দিন করিস কেন এতই হাহাকার।
জানি তোকে আজ কারো নেই প্রয়োজন,
যে তোকে ছিনেই না তাকে কেন ভাবিস আপন?
হায়রে হায়রে মন! তুই আর কতক্ষন,
জানিস এইটা কি ? এটাই তো জীবন,
ক্ষনিকের দেখা আর তাতেই ভালোলাগে পরম,
দুঃখের জ্বালায় ভুগবি তুই সুখ পাবিনা জনমে জনম।