৺---------------------জনমে জনম
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
মন তোকে কতবার বললাম আর কাঁদিস না,
যাকে তুই বাসিস ভাল সে তুকে বাসে না।
চুপটি বসে দেখ কি বা আর হয়,
ভালবাসা ধর্য্য বস্ত্র তড়িৎ প্রবল নয়।
ওরে মন পাগল কোথাকার,
সারা দিন করিস কেন এতই হাহাকার।
জানি তোকে আজ কারো নেই প্রয়োজন,
যে তোকে ছিনেই না তাকে কেন ভাবিস আপন?
হায়রে হায়রে মন! তুই আর কতক্ষন,
জানিস এইটা কি ? এটাই তো জীবন,
ক্ষনিকের দেখা আর তাতেই ভালোলাগে পরম,
দুঃখের জ্বালায় ভুগবি তুই সুখ পাবিনা জনমে জনম।
চুপটি বসে দেখ কি বা আর হয়,
ভালবাসা ধর্য্য বস্ত্র তড়িৎ প্রবল নয়।
ওরে মন পাগল কোথাকার,
সারা দিন করিস কেন এতই হাহাকার।
জানি তোকে আজ কারো নেই প্রয়োজন,
যে তোকে ছিনেই না তাকে কেন ভাবিস আপন?
হায়রে হায়রে মন! তুই আর কতক্ষন,
জানিস এইটা কি ? এটাই তো জীবন,
ক্ষনিকের দেখা আর তাতেই ভালোলাগে পরম,
দুঃখের জ্বালায় ভুগবি তুই সুখ পাবিনা জনমে জনম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন