৺.................................বঙ্গবন্ধু
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
গোপালগঞ্জ জেলায় অবস্থিত-
টুঙ্গিপাড়া গ্রাম,
সে গ্রামে জন্মেছিল-
শেখ মুজিব তাঁহার নাম।
শুরু থেকে শোভা পাই তাঁহার-
সংগ্রামী চৈতন্য ,
দেশকে মুক্তি করার জন্যে-
হলেন তিনি ধন্য।
২৫ই মার্চ আক্রমন করল-
পাক-বাহিনী,
সে দিন হতে শুরু হল-
মুক্তির কাহিনী।
নেতৃত্বহীন বাঙালীর-
সকল সর্বনাশা,
এমন সময় বঙ্গবন্ধু -
হলেন তাদের আশা।
দেশের জন্য করে দিলেন-
নিজের জীবন দান,
তাঁহার কন্ঠে জাগিয়ে উঠত-
বাঙালীদের প্রাণ।
বিগ্রহের মধ্যদিয়ে করল-
জীবন শেষ,
অবশেষে গড়ে উঠল-
স্বাধীন বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন