শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

ম্যাজিশিয়ান কাজী

,,,,,,,,,,,,,, ম্যাজিশিয়ান কাজী,,,,,,,,,,,,,,,
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
মঞ্চে যখন উঠতাম আমি বড় উপস্থাপক হতাম,
কবিতা আবৃতিতে আমি বড়ই ভাব নিতাম।
কৌতুকী অভিনয়ে আমি অভিনেতা ছিলাম,
এই করে মোর স্কুল জীবন পার করে এলাম।
শিক্ষা দানে প্রথম আমার কর্ম জীবন শুরু,
ছাত্রদের কাছে বনে গেলাম চরম শিক্ষাগুরু।
কলেজ কালে হাসির রাজ্যের রাজা হয়ে গেলাম,
অল্প সময়ে তাই তো আমি অনেক আপনা পেলাম।
হাসির বানে বাসতে গিয়ে পেলাম পরাজয়ের গ্লানি,
এইতো মোর ভুলের মাসুল তা আমি জানি।
অশ্রু ছেড়ে সে পরাজয় করেছি গো বরণ,
সাহিত্য চর্চায় শেষ করিব আমার সারা জীবন।
এই শিল্পকে ধরে রাখতে ধরলাম এক বাজি,
সেই আমি তোমাদেরি ম্যাজিশিয়ান কাজী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন