বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

পাশে থাকিস

পাশে থাকিস......
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
>>>ম্যাজিশিয়ান কাজী<<<
দুঃখের চাদরে বসত করি, সুখের দরকার কি...?
মনের সাথে মন মানাবো, স্বপ্নের দোষ কি.....!
স্বপ্ন যত মিথ্যে হউক! তবু লাগে তারে ভালো,
রাতের আধার দূরাতে এলো, সেই চাঁদনী আলো।
স্বপ্ন দেখতে নাইকো বারণ, লাগেনা কারো দয়া,
লাগে শুধু মনের মাঝে বিশ্বাসী তারার মায়া।
স্বপ্ন কারো ক্ষত করে না, করে মনের প্রশান্তি,
ভুল ভ্রান্তি জব্দ করে দেয় হ্রদয়ের সুখ বন্দি!
স্বপ্ন তুই মনের শান্তি,তুই নক্ষত্রেশ আশার আলো,
মিথ্যে হলে ও তোকে আমি, বাসি অনেক ভালো।
স্বপ্ন তুই যাস না ছেড়ে, নিঃস্ব করে আমাকে..!
তোর জন্যে বেচে আছি, অশ্রুহীনা দু'চোখে ।।

হারিয়ে গেল মন পাখিটা

হারিয়ে গেল মন পাখিটা.....
কবি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
লাল নীল মিশ্রিত সাথে দূসর কালো আমার সেই ছোট্ট পাখিটা। খুব চঞ্চল ও আমার পছন্দের। যাক খুব একটা বেশি ভালোবাসতাম বলে পাখিটারে, তাই আদর করে নাম রেখেছি দোস্ত। দোস্ত আমার কথাই গলা মিলিয়ে বলতে শিখেছে। খুব হাসি খুশিতে গল্প আর ঘুরাঘুরিতে দিন কেটে যাচ্ছিল দুজনার। তবে ভুল করে, কোন সময় ওই দোস্তটারে খাঁচায় বন্দি রাখি নি। উন্মুক্ত করে দিয়েছি তাকে, ভেবেছিলাম ও তো কখনো আমায় ছেড়ে যাবে না। মানে বিশ্বাস করেছিলাম কেননা যাকে স্বাধীন ভাবে উড়তে দেওয়া যায় সে তো কখনো ফেলে চলে যায় না। খুব ভালবাসতাম না শুধু খুব বিশ্বাস ও করতাম। এমন বিশ্বাস মনে হয় করতাম যে, নিজেকে ও কখনো তেমন বিশ্বাস করতাম না। যাক সে ও তো আমাকে সমান বিশ্বাস করত। ভেবেছিলাম সে পাখি দোস্তটাকে সঙ্গী করে পুরো জীবনটা কাটিয়ে দিব! কিন্তু হঠাৎ আসল কাল বৈশাখী ঝড়, যা ভেঙ্গে দিল আমার সব সাজানো স্বপ্ন। কোত্থেকে ভিন্ন এক পাখি এসে কেড়ে নিয়ে গেল আমার স্বপ্নিল পাখিটারে। কৃত্রিম অকৃত্রিম অনেক বুঝিয়েছি কোন কাজ হয় নি, কারণ তার কাছ হতে কোন সাড়া পাই নি। তবে কি আমি ভুলে ছিলাম? যাক তা না হয় ছিলাম, তাই হারিয়েছি সব । নিজের ভুলটা বুঝতে পেরে হয়ত সব অতীত স্মৃতি গুলো মুছতে চলেছি, কারণ সুখের জন্যে চলে গেছিস তাই করি আর বারণ। কিন্তু কেন? মগ ডালে বসে মাঝে মাঝে উকি দিয়ে আমাকে, মনে করিয়ে দিচ্ছে মুছে ফেলা পুরাতন স্মৃতি........
" দিয়েছিস বেদনা, ঝরাচ্ছিস কান্না,
আমি নিরুপায়, আমি অসহায়।"

স্মৃতির প্রথম পাতা

স্মৃতির প্রথম পাতা......
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
>>>ম্যাজিশিয়ান কাজী<<<
জানি সত্য ছিল না তোমার সব দেখানো আশ্বাস,
যদি ও দূরে এসেছি তবে ভাঙ্গতে পারিনি বিশ্বাস।
আধার কালো,
লাগে ভালো,
তবে ছাড়িনি নিশ্বাস।
স্বপ্ন ছিল তোমায় নিয়ে,
এলোমেলোতে হারিয়ে যাবো!
কিছু স্বপ্ন ছিল, তা হারিয়ে গেলো
জীবন করে দিয়ে এলোমেলো।
স্বপ্ন ছিল তোমায় নিয়ে দূর অজান্তে হারিয়ে যাবো,
হারিয়ে যাবো,
হারিয়ে যাবো।
কল্পনা ছিল সব মিথ্যে,
ছেড়ে চলে যাবে না দূরে তা
না বলেও পারতে।
যাক বলো নি তাতে কি?
বুঝতে আমি পেরেছি,
তারপর বিশ্বাস করে তোমায়
বড় ভুলটা করেছি!
[চলবে ]

হায়রে আমি

 হায়রে আমি
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
চক্ষুতে দেখে ও যারা অন্ধ হয় সে আমি
মুখে বাক থেকে যারা বোবা এই আমি,
কারণ আমার মনের চোখে আর দেখি না
আমার মনের কথা আর ফিরে আসে না।
বিষাদগ্রস্ত এই হ্রদয় এখন কাঁদতে জানে,
তবে পিছনে ফিরে দেখি বাকিরা হাসছে
তাও আমার অবহেলাকে ঠাট্টা করে।
আমি এক ক্লান্ত হিরো তবে আজ পুড়ে কাঠ,
দুঃখ অশ্রুত ঘেরা আমার হ্রদয় চৌকাঠ।

শেষ কান্না

শেষ কান্না 
 কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
উজান-ভাটার ফেরী, চলে জীবন তরী,
ম্যাজিশিয়ান তোর ফেরার সময় হয়েছে নেই তো দেরী।
শুরু কর যাত্রা এতে যদিও দুর্গম পথ,
জানি এতে বিপদরাশি আছে শতে শত।
বসে থেকে লাভ কি বল দূরদেশীয় পথিক?
স্রোত কম তবু কাজের তাল রয়েছে অধিক।
তার পরে রং পাল্টাবি না ম্যাজিশিয়ান কাজী,
ওদের যত জয় যাত্রা সব থাকবে বা আজি।
যাত্রার মাঝে নেই বিরতি যদিও মরুর যাত্রা,
বিশ্রামের ঘোর নেশায় কেটে লাগাবি না আলকাতরা।
মূল্যহীন মানুষের হবে রুপান্তিক রুপ,
ওরা যারা আসল ছিল তারা আজ নিশ্চুপ।
বলতে গেলে দুনিয়া নয় মানুষ পাল্টে গেছে,
দুনিয়াবি লোভ পাপ হয়েছে, স্মৃতি সব মুছে।
ওদের দলে গিয়ে নিজেকে নিজে করিস না ধ্বংস,
ধ্বংসেরও ধ্বংস আছে যেদিন আসবে বিধ্বংস।
বিধাতার সবারে শক্তি দে, তবে দিয়েছে আগে বিবেক,
শক্তির যত রুপ লালসা ইচ্ছে সব করিয়ে দেখ।
তার পর যেদিন দম ফুরাবে হিসাব নিবে তার,
যত দিয়েছে সব নিয়েছিস করেছিস কেন
তার অপব্যবহার।
সেদিন হয় ধন হারাবি করবি কি আর বল?
সময় থাকতে আস ফিরিয়ে আগের গতিক চল।
লোভী জীবন তুচ্ছ করে দেখ আশার আলো,
আপন করিতে মনের স্বপ্ন, জ্বালাও প্রশান্তির বাতি জ্বালো।

সবই তুই

>>>>>>সবই তুই<<<<<<<
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
(>ম্যাজিশিয়ান কাজী<)
চেয়েছিলাম এক থাকতে তবে পারি নি তোর জন্যে,
জানি তুঈ আজ চলে গেলে আমায় চেনা ফাঁকি দিয়ে।
হয়ত আজ আমি আবার একা সেই প্রথমা আগের মত,
তবে দুই ধারে দুই পৃথক আছে তোর হওয়ার মাঝে।
আগে হয়ত একলা ছিলাম নিজের ছোট চাওয়ার আশায়,
তবে আমি দুঃখহর একলা হ্রদয় তোরে হারা বেদনার্তে।
জানি এসেছি একা যাবই একা মাঝে কিছু স্মৃতি,
সে স্মৃতির মাঝেও আবার দুঃখ ভরা বিশাল একটা......।
জানি আমি বুঝি কম চাই না বেশি কিছু বুঝতে,
আপন করে পর করেছিস অশ্রু আমার ফেলাতে।
আলো ছাড়া আধার হয়না ছায়া ছাড়া মানুষ,
জানি তুই হ্রদয় হীনা আমার কষ্ট কি তুই বুঝিস।
আমি একা ভাল আছি ছিঁড়ে হ্রদয়ে জমা তোরই কথা ,
ডায়েরীতে আজ মুছতে গেলাম খোঁজে তোর পৃষ্টা।