শেষ কান্না
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
উজান-ভাটার ফেরী, চলে জীবন তরী,
ম্যাজিশিয়ান তোর ফেরার সময় হয়েছে নেই তো দেরী।
শুরু কর যাত্রা এতে যদিও দুর্গম পথ,
জানি এতে বিপদরাশি আছে শতে শত।
বসে থেকে লাভ কি বল দূরদেশীয় পথিক?
স্রোত কম তবু কাজের তাল রয়েছে অধিক।
তার পরে রং পাল্টাবি না ম্যাজিশিয়ান কাজী,
ওদের যত জয় যাত্রা সব থাকবে বা আজি।
যাত্রার মাঝে নেই বিরতি যদিও মরুর যাত্রা,
বিশ্রামের ঘোর নেশায় কেটে লাগাবি না আলকাতরা।
মূল্যহীন মানুষের হবে রুপান্তিক রুপ,
ওরা যারা আসল ছিল তারা আজ নিশ্চুপ।
বলতে গেলে দুনিয়া নয় মানুষ পাল্টে গেছে,
দুনিয়াবি লোভ পাপ হয়েছে, স্মৃতি সব মুছে।
ওদের দলে গিয়ে নিজেকে নিজে করিস না ধ্বংস,
ধ্বংসেরও ধ্বংস আছে যেদিন আসবে বিধ্বংস।
বিধাতার সবারে শক্তি দে, তবে দিয়েছে আগে বিবেক,
শক্তির যত রুপ লালসা ইচ্ছে সব করিয়ে দেখ।
তার পর যেদিন দম ফুরাবে হিসাব নিবে তার,
যত দিয়েছে সব নিয়েছিস করেছিস কেন
তার অপব্যবহার।
সেদিন হয় ধন হারাবি করবি কি আর বল?
সময় থাকতে আস ফিরিয়ে আগের গতিক চল।
লোভী জীবন তুচ্ছ করে দেখ আশার আলো,
আপন করিতে মনের স্বপ্ন, জ্বালাও প্রশান্তির বাতি জ্বালো।
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
উজান-ভাটার ফেরী, চলে জীবন তরী,
ম্যাজিশিয়ান তোর ফেরার সময় হয়েছে নেই তো দেরী।
শুরু কর যাত্রা এতে যদিও দুর্গম পথ,
জানি এতে বিপদরাশি আছে শতে শত।
বসে থেকে লাভ কি বল দূরদেশীয় পথিক?
স্রোত কম তবু কাজের তাল রয়েছে অধিক।
তার পরে রং পাল্টাবি না ম্যাজিশিয়ান কাজী,
ওদের যত জয় যাত্রা সব থাকবে বা আজি।
যাত্রার মাঝে নেই বিরতি যদিও মরুর যাত্রা,
বিশ্রামের ঘোর নেশায় কেটে লাগাবি না আলকাতরা।
মূল্যহীন মানুষের হবে রুপান্তিক রুপ,
ওরা যারা আসল ছিল তারা আজ নিশ্চুপ।
বলতে গেলে দুনিয়া নয় মানুষ পাল্টে গেছে,
দুনিয়াবি লোভ পাপ হয়েছে, স্মৃতি সব মুছে।
ওদের দলে গিয়ে নিজেকে নিজে করিস না ধ্বংস,
ধ্বংসেরও ধ্বংস আছে যেদিন আসবে বিধ্বংস।
বিধাতার সবারে শক্তি দে, তবে দিয়েছে আগে বিবেক,
শক্তির যত রুপ লালসা ইচ্ছে সব করিয়ে দেখ।
তার পর যেদিন দম ফুরাবে হিসাব নিবে তার,
যত দিয়েছে সব নিয়েছিস করেছিস কেন
তার অপব্যবহার।
সেদিন হয় ধন হারাবি করবি কি আর বল?
সময় থাকতে আস ফিরিয়ে আগের গতিক চল।
লোভী জীবন তুচ্ছ করে দেখ আশার আলো,
আপন করিতে মনের স্বপ্ন, জ্বালাও প্রশান্তির বাতি জ্বালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন