বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

হায়রে আমি

 হায়রে আমি
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
চক্ষুতে দেখে ও যারা অন্ধ হয় সে আমি
মুখে বাক থেকে যারা বোবা এই আমি,
কারণ আমার মনের চোখে আর দেখি না
আমার মনের কথা আর ফিরে আসে না।
বিষাদগ্রস্ত এই হ্রদয় এখন কাঁদতে জানে,
তবে পিছনে ফিরে দেখি বাকিরা হাসছে
তাও আমার অবহেলাকে ঠাট্টা করে।
আমি এক ক্লান্ত হিরো তবে আজ পুড়ে কাঠ,
দুঃখ অশ্রুত ঘেরা আমার হ্রদয় চৌকাঠ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন