হারিয়ে গেল মন পাখিটা.....
কবি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
লাল নীল মিশ্রিত সাথে দূসর কালো আমার সেই ছোট্ট পাখিটা। খুব চঞ্চল ও আমার পছন্দের। যাক খুব একটা বেশি ভালোবাসতাম বলে পাখিটারে, তাই আদর করে নাম রেখেছি দোস্ত। দোস্ত আমার কথাই গলা মিলিয়ে বলতে শিখেছে। খুব হাসি খুশিতে গল্প আর ঘুরাঘুরিতে দিন কেটে যাচ্ছিল দুজনার। তবে ভুল করে, কোন সময় ওই দোস্তটারে খাঁচায় বন্দি রাখি নি। উন্মুক্ত করে দিয়েছি তাকে, ভেবেছিলাম ও তো কখনো আমায় ছেড়ে যাবে না। মানে বিশ্বাস করেছিলাম কেননা যাকে স্বাধীন ভাবে উড়তে দেওয়া যায় সে তো কখনো ফেলে চলে যায় না। খুব ভালবাসতাম না শুধু খুব বিশ্বাস ও করতাম। এমন বিশ্বাস মনে হয় করতাম যে, নিজেকে ও কখনো তেমন বিশ্বাস করতাম না। যাক সে ও তো আমাকে সমান বিশ্বাস করত। ভেবেছিলাম সে পাখি দোস্তটাকে সঙ্গী করে পুরো জীবনটা কাটিয়ে দিব! কিন্তু হঠাৎ আসল কাল বৈশাখী ঝড়, যা ভেঙ্গে দিল আমার সব সাজানো স্বপ্ন। কোত্থেকে ভিন্ন এক পাখি এসে কেড়ে নিয়ে গেল আমার স্বপ্নিল পাখিটারে। কৃত্রিম অকৃত্রিম অনেক বুঝিয়েছি কোন কাজ হয় নি, কারণ তার কাছ হতে কোন সাড়া পাই নি। তবে কি আমি ভুলে ছিলাম? যাক তা না হয় ছিলাম, তাই হারিয়েছি সব । নিজের ভুলটা বুঝতে পেরে হয়ত সব অতীত স্মৃতি গুলো মুছতে চলেছি, কারণ সুখের জন্যে চলে গেছিস তাই করি আর বারণ। কিন্তু কেন? মগ ডালে বসে মাঝে মাঝে উকি দিয়ে আমাকে, মনে করিয়ে দিচ্ছে মুছে ফেলা পুরাতন স্মৃতি........
" দিয়েছিস বেদনা, ঝরাচ্ছিস কান্না,
আমি নিরুপায়, আমি অসহায়।"
কবি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
লাল নীল মিশ্রিত সাথে দূসর কালো আমার সেই ছোট্ট পাখিটা। খুব চঞ্চল ও আমার পছন্দের। যাক খুব একটা বেশি ভালোবাসতাম বলে পাখিটারে, তাই আদর করে নাম রেখেছি দোস্ত। দোস্ত আমার কথাই গলা মিলিয়ে বলতে শিখেছে। খুব হাসি খুশিতে গল্প আর ঘুরাঘুরিতে দিন কেটে যাচ্ছিল দুজনার। তবে ভুল করে, কোন সময় ওই দোস্তটারে খাঁচায় বন্দি রাখি নি। উন্মুক্ত করে দিয়েছি তাকে, ভেবেছিলাম ও তো কখনো আমায় ছেড়ে যাবে না। মানে বিশ্বাস করেছিলাম কেননা যাকে স্বাধীন ভাবে উড়তে দেওয়া যায় সে তো কখনো ফেলে চলে যায় না। খুব ভালবাসতাম না শুধু খুব বিশ্বাস ও করতাম। এমন বিশ্বাস মনে হয় করতাম যে, নিজেকে ও কখনো তেমন বিশ্বাস করতাম না। যাক সে ও তো আমাকে সমান বিশ্বাস করত। ভেবেছিলাম সে পাখি দোস্তটাকে সঙ্গী করে পুরো জীবনটা কাটিয়ে দিব! কিন্তু হঠাৎ আসল কাল বৈশাখী ঝড়, যা ভেঙ্গে দিল আমার সব সাজানো স্বপ্ন। কোত্থেকে ভিন্ন এক পাখি এসে কেড়ে নিয়ে গেল আমার স্বপ্নিল পাখিটারে। কৃত্রিম অকৃত্রিম অনেক বুঝিয়েছি কোন কাজ হয় নি, কারণ তার কাছ হতে কোন সাড়া পাই নি। তবে কি আমি ভুলে ছিলাম? যাক তা না হয় ছিলাম, তাই হারিয়েছি সব । নিজের ভুলটা বুঝতে পেরে হয়ত সব অতীত স্মৃতি গুলো মুছতে চলেছি, কারণ সুখের জন্যে চলে গেছিস তাই করি আর বারণ। কিন্তু কেন? মগ ডালে বসে মাঝে মাঝে উকি দিয়ে আমাকে, মনে করিয়ে দিচ্ছে মুছে ফেলা পুরাতন স্মৃতি........
" দিয়েছিস বেদনা, ঝরাচ্ছিস কান্না,
আমি নিরুপায়, আমি অসহায়।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন