বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

সবই তুই

>>>>>>সবই তুই<<<<<<<
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
(>ম্যাজিশিয়ান কাজী<)
চেয়েছিলাম এক থাকতে তবে পারি নি তোর জন্যে,
জানি তুঈ আজ চলে গেলে আমায় চেনা ফাঁকি দিয়ে।
হয়ত আজ আমি আবার একা সেই প্রথমা আগের মত,
তবে দুই ধারে দুই পৃথক আছে তোর হওয়ার মাঝে।
আগে হয়ত একলা ছিলাম নিজের ছোট চাওয়ার আশায়,
তবে আমি দুঃখহর একলা হ্রদয় তোরে হারা বেদনার্তে।
জানি এসেছি একা যাবই একা মাঝে কিছু স্মৃতি,
সে স্মৃতির মাঝেও আবার দুঃখ ভরা বিশাল একটা......।
জানি আমি বুঝি কম চাই না বেশি কিছু বুঝতে,
আপন করে পর করেছিস অশ্রু আমার ফেলাতে।
আলো ছাড়া আধার হয়না ছায়া ছাড়া মানুষ,
জানি তুই হ্রদয় হীনা আমার কষ্ট কি তুই বুঝিস।
আমি একা ভাল আছি ছিঁড়ে হ্রদয়ে জমা তোরই কথা ,
ডায়েরীতে আজ মুছতে গেলাম খোঁজে তোর পৃষ্টা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন