বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্মৃতির প্রথম পাতা

স্মৃতির প্রথম পাতা......
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
>>>ম্যাজিশিয়ান কাজী<<<
জানি সত্য ছিল না তোমার সব দেখানো আশ্বাস,
যদি ও দূরে এসেছি তবে ভাঙ্গতে পারিনি বিশ্বাস।
আধার কালো,
লাগে ভালো,
তবে ছাড়িনি নিশ্বাস।
স্বপ্ন ছিল তোমায় নিয়ে,
এলোমেলোতে হারিয়ে যাবো!
কিছু স্বপ্ন ছিল, তা হারিয়ে গেলো
জীবন করে দিয়ে এলোমেলো।
স্বপ্ন ছিল তোমায় নিয়ে দূর অজান্তে হারিয়ে যাবো,
হারিয়ে যাবো,
হারিয়ে যাবো।
কল্পনা ছিল সব মিথ্যে,
ছেড়ে চলে যাবে না দূরে তা
না বলেও পারতে।
যাক বলো নি তাতে কি?
বুঝতে আমি পেরেছি,
তারপর বিশ্বাস করে তোমায়
বড় ভুলটা করেছি!
[চলবে ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন