,,,,,,,,,,,,,মোদের অন্তর ঝলে,,,,,,,,,,,,,,
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
ওরাই তো নিষ্পাপ শিশু তাদের মস্তে বুলেট তা কি করে হায়,
আমরা বাঙ্গালী সতের কোটি তাহার বিচার চাই।
ওরে ইসরাইলী তোরা কি ভাবছিস? মোরা তোদের কি ভয় পায়,
অন্যায় করে তোরা কেহ পাবি না কোথাও টাই।
থামাও থামাও হত্যা থামাও ফিরিয়ে যা আজি,
নইলে তোদের মরতে হবে ধরলাম এই বাজি।
হামাসের পক্ষ নিয়ে অবুঝ বাচাতে যুদ্ধে নামলে মোরা,
জীবন বাঁচাতে ভয়ে পালাবি কোথায় তোরা।
মোরা বীর বাঙালি রক্তের ঢালি সদাই আসল কথা বলে,
ফিলিস্তানের এই নির্মম দৃশ্য দেখে মোদের অন্তর ঝলে।
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
ওরাই তো নিষ্পাপ শিশু তাদের মস্তে বুলেট তা কি করে হায়,
আমরা বাঙ্গালী সতের কোটি তাহার বিচার চাই।
ওরে ইসরাইলী তোরা কি ভাবছিস? মোরা তোদের কি ভয় পায়,
অন্যায় করে তোরা কেহ পাবি না কোথাও টাই।
থামাও থামাও হত্যা থামাও ফিরিয়ে যা আজি,
নইলে তোদের মরতে হবে ধরলাম এই বাজি।
হামাসের পক্ষ নিয়ে অবুঝ বাচাতে যুদ্ধে নামলে মোরা,
জীবন বাঁচাতে ভয়ে পালাবি কোথায় তোরা।
মোরা বীর বাঙালি রক্তের ঢালি সদাই আসল কথা বলে,
ফিলিস্তানের এই নির্মম দৃশ্য দেখে মোদের অন্তর ঝলে।