শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

৺--------------------------অশ্রু ভরা দু'চোখে।

৺--------------------------অশ্রু ভরা দু'চোখে।

কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন

দিদির জন্য নিলাম আমি চিকন সুতার শাড়ি,

আশা করে যাচ্ছি তাই বুবুর শ্বশুর বাড়ি।

পথের মাঝে দেখা হল একজনের সাথে,

সে এলো যে সাথে করে আমায় আজি নিতে।

বলল আমায় ধমকে চমকে নিবে অনেক দূরে,

যেথায় হতে আর কোন দিন আসব না আর ফিরে।

যেতে চেয়েও আজ পারিনি আপুর বাসায় যেতে,

বাড়ি থেকে কতক লোক এলো যে নিথর দেহ নিতে।

আপুকে দেখতে ইচ্ছে ছিল চরম হাসি মুখে,

তবে এখন দেখতে হল অশ্রু ভরা চোখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন