শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

৺------------------তুচ্ছ

৺------------------তুচ্ছ
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
তোকে নিয়ে গল্প লেখা বন্ধ হল মোর,
দুপুর থেকে সন্ধ্যা হল আর এখন হল ভোর।
তোকে ঘিরে লিখতে চাহি ভালবাসার গান,
সেই গানেরি তুচ্ছ করে রাখলি কি তার মান।
ইচ্ছে হয় তুই দূরে থাকিস দিব না কোন বেড়া,
ভাল যদি থাকিস তবে তুই আমাকে ছাড়া ।
তোর কথা ভাবতে ভাবতে কাটে দিবস রজনী,
মনের ভেতর তুই ছাড়া যে কোন ছবি আঁকিনি।
কাছে যেতে চেয়েও আমার হতে হল পর,
তোর কথা থাকবে মনে সারা জীবনভর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন