শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

৺-----------------------তোকে পাওয়ার জন্য

৺-----------------------তোকে পাওয়ার জন্য

কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন

তোর যত ইচ্ছে ছিল জানাও সবি মোরে,

হৃদয় মন উজাড় করে দিবো আমি তোরে।

স্বপ্নের যতক আশা তোর-ই করিব না গো হেলা,

ভালবাসার আজ সকাল হল হবে না বিকেল বেলা।

অশ্রু মোর যতই ছিল সব পড়েছে দ্যুঃলে,

কষ্ট একা সইতে হল নীরব ছিলাম বলে।

পিছুট টানে বইয়া চলতে খেয়েছি কতক ঝাড়ি,

দুঃখের চাদর জ্বালিয়ে দিয়ে নিলাম সুখের হাঁড়ি।

মানব না গো কোন বাঁধা থাকব না আর কোনে,

আশাই আশার কাঁধ মিলিয়ে সাহস জাগালো মনে।

তোকে কাছে রাখতে হৃদয় সাহস করেছি ধন্য,

নিজেকে সদাই বিলিয়ে দিলাম তোকে পাওয়ার জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন