৺ ----------------- হাসছি আর ভাবছি
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
আজ আমি হাসছি, হাসছে আমার মন,
আমার মত হাসতে পারে আছে কত জন ?
হা হা করে হাসছি , আর হাসির জোয়ারে ভাসছি।
এই তো আমার জীবন
একদিন ছিল সবি আপন
কিন্তু আজ ?
এই সব আপনা কোথায় এটাই আমি ভাবছি ।
একদিন ছিল সব নিজের মতো
সব ছিল মোর ইচ্ছে মতো
কিন্তু এখন ? নেই কোন মোর ইচ্ছে তাই তো আমি ভাবছি ।
মনে ছিল প্রচুর আশা
এই নিয়ে মোর ভালবাসা
কিন্তু আজ ?
নেই কোন মোর বাসনা তাই তো আমি হাসছি।
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
আজ আমি হাসছি, হাসছে আমার মন,
আমার মত হাসতে পারে আছে কত জন ?
হা হা করে হাসছি , আর হাসির জোয়ারে ভাসছি।
এই তো আমার জীবন
একদিন ছিল সবি আপন
কিন্তু আজ ?
এই সব আপনা কোথায় এটাই আমি ভাবছি ।
একদিন ছিল সব নিজের মতো
সব ছিল মোর ইচ্ছে মতো
কিন্তু এখন ? নেই কোন মোর ইচ্ছে তাই তো আমি ভাবছি ।
মনে ছিল প্রচুর আশা
এই নিয়ে মোর ভালবাসা
কিন্তু আজ ?
নেই কোন মোর বাসনা তাই তো আমি হাসছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন