৺-------------------সামনে আপুর বিয়ে
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন....
সামনে আপুর বিয়ে,
কতই না মজা হবে ?
সবার মুখে একটা প্রশ্ন,
বর আসবে কবে?
সামনে আপুর বিয়ে,
হবে সানাই বাজনা দিয়ে ।
হাসি মুখে মেহেদী রাত,
কাটবে হলুদ পাঞ্জাবী গায়ে।
বরের গাড়ি আসবে যখন,
ফুল ঝরা শুরু তখন।
রুমাল মুখে চেপে-
আসবে যখন বর,
মনটা আমার আনন্দে-
করবে নড়বড়।
বরের সাথে আপুর-
হবে বদল মালা ,
হাসি মুখে অশ্রু ছেড়ে-
কাঁদব বিদায়ী বেলা
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন....
সামনে আপুর বিয়ে,
কতই না মজা হবে ?
সবার মুখে একটা প্রশ্ন,
বর আসবে কবে?
সামনে আপুর বিয়ে,
হবে সানাই বাজনা দিয়ে ।
হাসি মুখে মেহেদী রাত,
কাটবে হলুদ পাঞ্জাবী গায়ে।
বরের গাড়ি আসবে যখন,
ফুল ঝরা শুরু তখন।
রুমাল মুখে চেপে-
আসবে যখন বর,
মনটা আমার আনন্দে-
করবে নড়বড়।
বরের সাথে আপুর-
হবে বদল মালা ,
হাসি মুখে অশ্রু ছেড়ে-
কাঁদব বিদায়ী বেলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন