শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

৺-----------------------------পারি না ভালবাসতে

৺-----------------------------পারি না ভালবাসতে

কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন

একটু হলেও ইচ্ছে ছিল তোমায় ভালবাসতে,

কিন্তু মনে ভয় লাগে তাই পারিনা কাছে আসতে।

হাজার হাজার স্বপ্ন যে গো মনের ছন্দে নাঁচে,

ভাবনার কাছে হার মেনেছি নইতো এই সব মিছে।

তোমাতে কাছে পেতে আমি ধরছি কতক পন,

আমারই মত ভালবাসতে পারে তোমায় কত জন।

প্রেমের প্রদ্বীপ জ্বালিয়ে মনে তোকে দেব আলো,

কাছে না পেয়ে ও বাসছি তোকে অনেক বেশী ভালো।

বলছি তোকে আপন বলে মনের বিশ্বাস নিয়ে,

রঙ্গিন জীবন সাজাব আমি তোমার স্মৃতি দিয়ে।

ভালো লাগার ফেরী নিয়ে তোর কাছে থাকতে দিও,

হৃদয় হতে এক গোলাপ দিব আপন ভেবে নিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন