...........বিপদে নাও সরিয়ে,,,,,,,,,,,,,,,,,
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
খোদা এই আর্তনাদধ্বনি মুখর ফরিয়াদ একটু শোন,
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
খোদা এই আর্তনাদধ্বনি মুখর ফরিয়াদ একটু শোন,
জানি মোরা গোনাহগার গোনাতে লিপ্ত ছিলাম যেন!
নেপোলিয়ন আজ বিপদেরগন্ধে ভরা হয়েছে মরণগিরি,
কর মোদের ক্ষমা, নাও বিপদ থেকে মোদের ফিরি।
পারছি না আর সইতে শাস্তির যন্ত্রণা আর্তচিৎকার,
কর মোদের ক্ষমা তুমি পক্ষ নিলাম তোমার মহিমার।
তোমারি ভুলে গিয়ে মোরা নিজেকে বিলিয়ে করেছি অন্যায় পাপাচার,
শাস্তিতে পেয়েছি মোরা ভূকম্পিত আর হারিয়েছি প্রিয়তম হাজার হাজার।
আর সহ্য হয় না শিশু হারা মায়ের অশ্রু ঝরানো ক্রন্দন,
মায়ার সাগর তোমার করুনায় ভূমিতে দাও পূণ-বন্ধন।
নেপোলিয়ন আজ বিপদেরগন্ধে ভরা হয়েছে মরণগিরি,
কর মোদের ক্ষমা, নাও বিপদ থেকে মোদের ফিরি।
পারছি না আর সইতে শাস্তির যন্ত্রণা আর্তচিৎকার,
কর মোদের ক্ষমা তুমি পক্ষ নিলাম তোমার মহিমার।
তোমারি ভুলে গিয়ে মোরা নিজেকে বিলিয়ে করেছি অন্যায় পাপাচার,
শাস্তিতে পেয়েছি মোরা ভূকম্পিত আর হারিয়েছি প্রিয়তম হাজার হাজার।
আর সহ্য হয় না শিশু হারা মায়ের অশ্রু ঝরানো ক্রন্দন,
মায়ার সাগর তোমার করুনায় ভূমিতে দাও পূণ-বন্ধন।