,,,,,,,,,,,,,,,,,,,,,, তুই অদ্ভুত,,,,,,,,,,,,,,,,,,,
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
--------------------------
তুই কি সেই ভুত?
যাকে দেখে আমার লাগে অদ্ভুত।
কোন কিছু না দেখে তো আর বলছি না,
কোন কারণ ছাড়া তো আর জ্বলছি না।
জানলে হয়ত জানতে পারিস তোর কোথায় আছে মিল,
দূরের ঐ আকাশটার মন আজি নীল।
নীলে বিষাদ মনটা তোর নেই-ভাল নেই,
পাশে রাখতে যাকে চেয়েছিস সেই কাছে নেই।
অদ্ভুত তুই আজি বিষণ অদ্ভুত,
তোর জন্যে এই আমি তৈলচিত্রে ভুত।
আপন জীবন সাজাও ভুল শোধাও আজি,
তোর সাফল্য কামনা করে ম্যাজিশিয়ান কাজী।
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
--------------------------
তুই কি সেই ভুত?
যাকে দেখে আমার লাগে অদ্ভুত।
কোন কিছু না দেখে তো আর বলছি না,
কোন কারণ ছাড়া তো আর জ্বলছি না।
জানলে হয়ত জানতে পারিস তোর কোথায় আছে মিল,
দূরের ঐ আকাশটার মন আজি নীল।
নীলে বিষাদ মনটা তোর নেই-ভাল নেই,
পাশে রাখতে যাকে চেয়েছিস সেই কাছে নেই।
অদ্ভুত তুই আজি বিষণ অদ্ভুত,
তোর জন্যে এই আমি তৈলচিত্রে ভুত।
আপন জীবন সাজাও ভুল শোধাও আজি,
তোর সাফল্য কামনা করে ম্যাজিশিয়ান কাজী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন