>>>><হারপাড়া উচ্চ বিদ্যালয় ><<<<<
........কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
ঝাঁকে ঝাঁকে মৌমাছি যাই জ্ঞান আহরনে,
সে জ্ঞান আলোক ভেসে ছড়াই এই ভুবনে।
তুমি হলে শিক্ষিত জাতি গড়ার সেই কারিগর,
তোমার স্বপ্ন আলোক বিভোর তুমিই শিক্ষার জাদুঘর।
চারিদিকে বিরাট ভবন মাঝে সবুজ মাঠ,
তুমি সুখের অট্টালিকা নয় তুমি জ্ঞানদাতার ঘাট।
আছো তুমি এক স্থানে ৫০ টা বছর দাড়িয়ে,
জ্ঞানের অনেক সাধক হল তোমায় বুকে নিয়ে।
কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউবা ইঞ্জিনিয়ার,
কেউ সমাজ সেবক আবার কেউবা জাতির অহংকার।
তোমায় কৃতজ্ঞতা জানাই আমি তুমি মোর জ্ঞানের আলয়,
তুমি মোর উৎস তুমি হার পাড়া উচ্চ বিদ্যালয়।
........কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
ঝাঁকে ঝাঁকে মৌমাছি যাই জ্ঞান আহরনে,
সে জ্ঞান আলোক ভেসে ছড়াই এই ভুবনে।
তুমি হলে শিক্ষিত জাতি গড়ার সেই কারিগর,
তোমার স্বপ্ন আলোক বিভোর তুমিই শিক্ষার জাদুঘর।
চারিদিকে বিরাট ভবন মাঝে সবুজ মাঠ,
তুমি সুখের অট্টালিকা নয় তুমি জ্ঞানদাতার ঘাট।
আছো তুমি এক স্থানে ৫০ টা বছর দাড়িয়ে,
জ্ঞানের অনেক সাধক হল তোমায় বুকে নিয়ে।
কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউবা ইঞ্জিনিয়ার,
কেউ সমাজ সেবক আবার কেউবা জাতির অহংকার।
তোমায় কৃতজ্ঞতা জানাই আমি তুমি মোর জ্ঞানের আলয়,
তুমি মোর উৎস তুমি হার পাড়া উচ্চ বিদ্যালয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন