জয়ের নেশায় আজ বাঙ্গালির
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
জয়ের নেশায় বাঙ্গালি আজ জেগেছে গহিন,
জয়ের সূর্যটা তাই রক্ত মেখে হয়েছে রঙ্গিন।
জয় দিয়ে জন্ম যার সে এই বাংলাদেশ,
দূসর শক্তি হার মানাব করব তাদের শেষ।
ভয় পাই নি তবে ভয় পাব কেন?
বিভীষিকার পরাজয় আজ যেন।
মোরা উদ্দাম ছিলাম মোরা ঝঞ্জার,
প্রমাণ মিলেছে দেখ স্বাধীনতার।
চাই না ক্ষতি এই দেশের মোরা,
হউক না যত মোদের রক্ত ঝরা।
দেশ রক্ষা করব মোরা করিব সব দুঃখ অবশান,
ক্ষতি হতে দেব না দেশ যত দিন আছে এই দেহ প্রাণ
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
জয়ের নেশায় বাঙ্গালি আজ জেগেছে গহিন,
জয়ের সূর্যটা তাই রক্ত মেখে হয়েছে রঙ্গিন।
জয় দিয়ে জন্ম যার সে এই বাংলাদেশ,
দূসর শক্তি হার মানাব করব তাদের শেষ।
ভয় পাই নি তবে ভয় পাব কেন?
বিভীষিকার পরাজয় আজ যেন।
মোরা উদ্দাম ছিলাম মোরা ঝঞ্জার,
প্রমাণ মিলেছে দেখ স্বাধীনতার।
চাই না ক্ষতি এই দেশের মোরা,
হউক না যত মোদের রক্ত ঝরা।
দেশ রক্ষা করব মোরা করিব সব দুঃখ অবশান,
ক্ষতি হতে দেব না দেশ যত দিন আছে এই দেহ প্রাণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন