শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

বিদায়ী স্মৃতির মেলা

----বিদায়ী স্মৃতির মেলা------
>)))))) কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন((((((<
অশ্রু শিক্ত নয় গো কাজী সেই বিদায়ীবেলা,
বন্ধু তুকে করি স্মরণ আমার সারা বেলা।
মনে পড়ে যাই এখন সেই অতীত স্মৃতি মেলা,
বান্দরবন আর রাঙ্গামাটির এক সাথের পথ
চলা।
খুব খারাপ লেগেছিল বন্ধু তুকে বিধায় দিতে,
বিদায় দিয়েছি আমি তবে মুখের চাপা হাসিতে।
সাফলতা জন্যে গিয়েছিস তাই করি নি মানা,
স্বপ্ন পূরণ হউক তোর করি এই কামনা।
যখন তুই চলে গেলি মনে পড়ে তোর যত কথা,
স্মৃতির পাতায় জং ধরেছে বেড়েছে মনের আকুলতা।
জানি তুই ফিরবি দেশে ফিরবি ক দিন পরে,
জমিয়ে আড্ডা মারব মোরা গানের সুরে সুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন