একুশ তুমি কি???
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন।
একুশ তুমি চমকিয়ে দিলে শুধু কি আমায়?
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন।
একুশ তুমি চমকিয়ে দিলে শুধু কি আমায়?
না-তো পুরো বিশ্বটা আমায় সম্ভাষণ জানাই।
একুশ তুমি শুধু রক্তে ভরা কি একটা সাগর?
না- তো আমি মাতৃ ভাষারই পরশ পাথর।
একুশ তুমি কৃষ্ণ-চূড়ার পাপড়ি ঝরা কোন প্রান্তর?
না-তো আমি ভাষার প্রেমে পাগল এক অন্তর।
একুশ তুমি মায়ের আহাজারি আর অশ্রু ভরা কি নয়ন?
না-তো মাতৃভাষাকে ঘিরে রক্তের এক কানন।
একুশ তুমি রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারির একটা দিন?
রাষ্ট্র ভাষা বাংলা আমার বাজিয়েছি সেই বীন।
একুশ তুমি শত মায়ের মানিক ঝরিয়েছিলে কি অকাল?
না-তো এই এক পুষ্প ভরা মাতৃভাষার সকাল।
একুশ তুমি শুধু রক্তে ভরা কি একটা সাগর?
না- তো আমি মাতৃ ভাষারই পরশ পাথর।
একুশ তুমি কৃষ্ণ-চূড়ার পাপড়ি ঝরা কোন প্রান্তর?
না-তো আমি ভাষার প্রেমে পাগল এক অন্তর।
একুশ তুমি মায়ের আহাজারি আর অশ্রু ভরা কি নয়ন?
না-তো মাতৃভাষাকে ঘিরে রক্তের এক কানন।
একুশ তুমি রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারির একটা দিন?
রাষ্ট্র ভাষা বাংলা আমার বাজিয়েছি সেই বীন।
একুশ তুমি শত মায়ের মানিক ঝরিয়েছিলে কি অকাল?
না-তো এই এক পুষ্প ভরা মাতৃভাষার সকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন