শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

কে ছিল তোর আপন

>>>>>>>কে ছিল তোর আপন<<<<<<<<<<
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
অনন্তকাল ছিলাম আমি যার অপেক্ষায় ,
জানি না গো সে আছে কিবা কোথায়।
আমি আজো আছি তার অপেক্ষায়,
একদিন সে আসবে নিয়ে যেতে আমায়।
কি এমন করেছি তাই শান্তি পাব যে হেথায়,
তব সে ঠিক সময়ে এসে নিয়ে যাবে আমায়।
তর তর কাঁপবে সেদিন আমার এই দেহ,
পাশে তখন থাকবেরে আমার আপন কেহ।
কাঁদিতে চেয়ে ও সেদিন পারিবনা আর কাঁদিতে,
আটকিয়ে পারবেনা রাখিতে চেয়ে আমায় বাধিতে।
জানি এই সেই সময় বিদায় নিব একটু পর আমি,
সেদিনি আমার জমানো পুণ্য হবে সবচেয়ে বড় দামি।
যদি করবি পুণ্য জমা তুই হবে তা তোর লাগবে কাজে তখন,
মৃত্যু কাছে আসলে তুই বুঝবি তখন কে ছিল তোর আপন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন