শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

আমিও ভালবাসি তোমাকে

আমিও ভালবাসি তোমাকে_____
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন।
>>>>>>>সাথিকে খুব ভালবাসত নিরব।তাই তার আশে পাশে সব সময় ঘুরে বেড়াতো তবে তার সাথে কথা বলার সাহস তার নেই।সাথিও বুঝতে পারতো নিরবের সব ভালবাসার ব্যাখ্যা । কেননা তাদের মাঝে প্রায় সময় চোখাচোখি হত,মাঝে মাঝে নিরব সাথিকে দেখে হা করে দেখে থাকত।এই সবের মাঝে আস্তে আস্তে সাথিও নিরবকে ভালবেসে ফেলেছে।তাই তার কর্ম কান্ড দেখে মাঝে মধ্যে মুচকি হাসি উপহার দিত।তাদের এই হাসা হাসিতে কোন প্রকার বেজাল ছিল না।তাই এক দিন নিরব মনের জোর নিয়ে সাথির কাছে একটা চিটি লিখল,"যাতে লেখা ছিল আমি তোমাকে মন প্রাণ ভরে ভালবাসি এতে কোন সন্দেহ নেই আর তুমি যদি আমাকে ভালবাস আজকের মধ্যে এর উত্তরটা দাও।শুধু মুখে একবার হ্যা বললে হবে।কিন্ত প্রায় ২ ঘন্টা দুইজন দুইজনের দিকে চেয়েছিল।আর নিরব অনেক বার ওকে হ্যা কিংবা না কিছু বলার জন্যে বলেছে তবে সাথি কিছু বলে নি শুধু মুচকি মুচকি হেসে যাচ্ছে।তার পরে নিরব হতাস হয়ে মুচকি হাসিকে উপহাস সরুপ নিয়ে চলে গেল।পরে তাদের প্রায় ৭ টা দিন দেখা হল না। ঠিক সাত দিনের মাথায় সাথি খবর নিতে গেল নিরবের বাসায়, তবে সেখানে গিয়ে খবর পেল সাত দিন আগে.......
!
!
!
!
!
!
!
নিরব আত্মহত্যা করে মারা যাই। তখন কান্নার স্রোতধারা নিয়ে নিরবের কবরের পাশে গিয়ে একটা চিটি গুঁজে দেই যাতে লেখা ছিল,"সেদিন তুমি কি বলেছিলে তা আমি শুনি নি কারণ আমি কানে শুনি না আর তোমার চিটি পড়ে হ্যা কথাটি কোন কিছুতে বলতে পারি নি কারণ আমি বোবা ছিলাম। যাক ঘরে গিয়ে আমার সবচেয়ে পছন্দের ডায়েরীর পাতা ছিঁড়ে এই প্রথম তোমাকে একটা কথা জানাতে চাই আমিও ভালবাসি তোমাকে।"
:::::®সমাপ্ত®:::::

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন