>>>>>>><মাথায় রেখেছি তোলে><<<<<<<<<
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
দিন দুপুরে করে ডাকাতি কাক চিলের দল,
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
দিন দুপুরে করে ডাকাতি কাক চিলের দল,
তাদের
প্রতি রুখে দাঁড়াতে আইরে এগিয়ে চল।
রাজনীতির নামে যারা করে অনেক
দুর্নীতি,
তাদের জন্য দেশটার আজ হল এত অবনতি।
অনেক মায়ের বুকটা তারা করে দেয়
খালি,
এই সব কথা আমরা কেন এত সহজে ভুলি।
প্রশ্ন করি ওরে ও বাঙ্গালির জাতি!
এই কি তোর সেই করা রাজনীতি?
হাঙ্গামা আর মারামারিতে দেশ
থাকে উত্তাল,
মাঝে মাঝে দশ বারটা লাগাতার হরতাল।
কত ভাইয়ের রক্তে গড়া এই বাংলার
প্রান্তর,
এই দেখে সে কম্পিত হয় সকলেরি অন্তর।
তবু ক দিন বাদে আমরা যাই সব ভুলি,
অবশেষে মোরা কেন তাদের মাথায়
তুলি?
প্রতি রুখে দাঁড়াতে আইরে এগিয়ে চল।
রাজনীতির নামে যারা করে অনেক
দুর্নীতি,
তাদের জন্য দেশটার আজ হল এত অবনতি।
অনেক মায়ের বুকটা তারা করে দেয়
খালি,
এই সব কথা আমরা কেন এত সহজে ভুলি।
প্রশ্ন করি ওরে ও বাঙ্গালির জাতি!
এই কি তোর সেই করা রাজনীতি?
হাঙ্গামা আর মারামারিতে দেশ
থাকে উত্তাল,
মাঝে মাঝে দশ বারটা লাগাতার হরতাল।
কত ভাইয়ের রক্তে গড়া এই বাংলার
প্রান্তর,
এই দেখে সে কম্পিত হয় সকলেরি অন্তর।
তবু ক দিন বাদে আমরা যাই সব ভুলি,
অবশেষে মোরা কেন তাদের মাথায়
তুলি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন