৺-----------কবিদের স্মৃতি কথা
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
যাব আমি অনেক দূরে, আসব কি আর ফিরে।
আসব আবার ফিরে নজরুলের সেই কান্ডারী হয়ে,
আসব আবার হেথায় কবি গুরুর সোনার তরী নিয়ে।
থাকব আমি জসিম কবির রাখাল ছেলের ভীরে,
নইতো বা মধু কবির সতত নদীর তীরে।
হয়ত আবার আসব আমি সুকান্তের হিমালয় পর্বত দিয়ে,
অথবা আমি বেগম রোকেয়ার নারীর অধিকার নিয়ে।
ফিরে আসব সেই জীবনান্দের ধান সিঁড়ির তীরে,
হয়ত বা কালিপ্রসন্নের বাঁশ বাগানের নীরে।
আসলে হয়ত বাওয়াল সেজে লালনের আরশ নগরে,
নইতো বা হাসান রাজার সেই রাজকিয় আদরে।
যেথায় আমি যায় গো চলে তা হউক না পুষ্প কেয়ায়,
ফিরে আসব আমি আমার মাতৃভূমির মায়ায়।
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
যাব আমি অনেক দূরে, আসব কি আর ফিরে।
আসব আবার ফিরে নজরুলের সেই কান্ডারী হয়ে,
আসব আবার হেথায় কবি গুরুর সোনার তরী নিয়ে।
থাকব আমি জসিম কবির রাখাল ছেলের ভীরে,
নইতো বা মধু কবির সতত নদীর তীরে।
হয়ত আবার আসব আমি সুকান্তের হিমালয় পর্বত দিয়ে,
অথবা আমি বেগম রোকেয়ার নারীর অধিকার নিয়ে।
ফিরে আসব সেই জীবনান্দের ধান সিঁড়ির তীরে,
হয়ত বা কালিপ্রসন্নের বাঁশ বাগানের নীরে।
আসলে হয়ত বাওয়াল সেজে লালনের আরশ নগরে,
নইতো বা হাসান রাজার সেই রাজকিয় আদরে।
যেথায় আমি যায় গো চলে তা হউক না পুষ্প কেয়ায়,
ফিরে আসব আমি আমার মাতৃভূমির মায়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন