>>>>>>>তোর ইচ্ছে ছিল সবি<<<<<<
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
দূরে চলে গেছিস তাই ফিরতে আর বলছিনা,
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
দূরে চলে গেছিস তাই ফিরতে আর বলছিনা,
কাছে পেয়েও তোকে ফিরাতে আর চাচ্ছি না।
যাওয়ার সময় তুই গিয়েছিস তোর ইচ্ছে ছিল সবি,
এখনো তোর ইচ্ছা হলে তুই ফিরে আসবি।
দূরে তুই চলে গিয়ে দোষটা দিলি আমায়,
তোর ভুলের মাসুল গুনতে হারিয়ে তোমায়।
জানি তুই আর কোন দিন ফিরে আর আসবি না,
তাই তোকে আমি নিজে ফিরতে আর বলছি না।
জানতাম আমি তুই আগের মত নেই একা নেই,
সব হারিয়ে থাকবি কেন এই জগন্যের অপেক্ষায়।
দূরে থেকে তোকে নিজে হারিয়েছি তা জানি,
তোর খোঁজে তাই আখিতে আমার ঝরে শোকের পানি।
সুখে থাকতে তুই গিয়েছিস তোর ইচ্ছার তরে,
দোয়া করি সুখি থেকো থাকিস তব যত দূরে।
যাওয়ার সময় তুই গিয়েছিস তোর ইচ্ছে ছিল সবি,
এখনো তোর ইচ্ছা হলে তুই ফিরে আসবি।
দূরে তুই চলে গিয়ে দোষটা দিলি আমায়,
তোর ভুলের মাসুল গুনতে হারিয়ে তোমায়।
জানি তুই আর কোন দিন ফিরে আর আসবি না,
তাই তোকে আমি নিজে ফিরতে আর বলছি না।
জানতাম আমি তুই আগের মত নেই একা নেই,
সব হারিয়ে থাকবি কেন এই জগন্যের অপেক্ষায়।
দূরে থেকে তোকে নিজে হারিয়েছি তা জানি,
তোর খোঁজে তাই আখিতে আমার ঝরে শোকের পানি।
সুখে থাকতে তুই গিয়েছিস তোর ইচ্ছার তরে,
দোয়া করি সুখি থেকো থাকিস তব যত দূরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন