,,,,,,,,,,,,আজ মন উরু উরু,,,,,,,,,,,,,
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
আজ মনটা উরু উরু,
এখন হল বৃষ্টি শুরু।
মনের মাঝে উতাল পাতাল ঢেউ,
কাছে থাকার মত নাই আমার কেউ।
সপ্ন ছিল রাজ কুমারী কাছে আসবে যবে,
ময়ুর পাখনা সে যে আমার হাতে তুলে দিবে।
হাসি মুখে করি বরণ স্মৃতিরো পাতা,
তাই বসে লেখেছি আমি তার কবিতা।
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
আজ মনটা উরু উরু,
এখন হল বৃষ্টি শুরু।
মনের মাঝে উতাল পাতাল ঢেউ,
কাছে থাকার মত নাই আমার কেউ।
সপ্ন ছিল রাজ কুমারী কাছে আসবে যবে,
ময়ুর পাখনা সে যে আমার হাতে তুলে দিবে।
হাসি মুখে করি বরণ স্মৃতিরো পাতা,
তাই বসে লেখেছি আমি তার কবিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন