>>>>>>>>><স্বাধীন ছিল মনে><<<<<<<<<
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
মাগো মোরা সেদিন অল্প ছিলাম-
গল্প ছিল এই মনে,
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
মাগো মোরা সেদিন অল্প ছিলাম-
গল্প ছিল এই মনে,
সেই গল্পকে সাহস করলাম -
বিজয়ের আন্দোলনে।
মুক্তি করতে এই দেশটাকে -
ঝাঁপিয়ে মুক্তি দল,
দূসর দানব আসুক যত -
মোদের আছে বল।
মা তোর রক্ত কান্না ঝরছে -
ঝরুক আছে যত,
মুক্তি কাঙ্গাল এক হয়েছে-
হবেনা তবু নত।
জননী মুক্তির জন্য যারা-
বিলিছে নিজের প্রান,
তারাই ত্যাগী তারাই বিদ্রোহী -
তারাই মহীয়ান।
দেশ বাঁচাতে যুদ্ধে মোরা শহীদ-
হতে পারি নি কেন?
এমন সময় জন্মাই নি মোদের-
ভাগ্যে ছিল না যেন।
বিজয়ের আন্দোলনে।
মুক্তি করতে এই দেশটাকে -
ঝাঁপিয়ে মুক্তি দল,
দূসর দানব আসুক যত -
মোদের আছে বল।
মা তোর রক্ত কান্না ঝরছে -
ঝরুক আছে যত,
মুক্তি কাঙ্গাল এক হয়েছে-
হবেনা তবু নত।
জননী মুক্তির জন্য যারা-
বিলিছে নিজের প্রান,
তারাই ত্যাগী তারাই বিদ্রোহী -
তারাই মহীয়ান।
দেশ বাঁচাতে যুদ্ধে মোরা শহীদ-
হতে পারি নি কেন?
এমন সময় জন্মাই নি মোদের-
ভাগ্যে ছিল না যেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন