~~~~~হোসেন মাইজ্জা
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
আমাদের সেই হোসেন মাইজ্জা,
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
আমাদের সেই হোসেন মাইজ্জা,
থাকে সদাই টিপটাপ সাইজ্জা।
হাসি মুখে কথা বলে সকলের মাঝে,
কথাই নয় প্রমাণ দেয় কাজে।
ছোট থেকে অন্য রকম ছিলো মোদের গাঁয়ে,
কাঁধে ব্যাগ নিয়ে চলত মাথায় ক্যাপ দিয়ে।
দিনের পর দিন যায় ভিন্ন ভিন্ন সাঝে,
কথা বলে হর হর আমাদের মাঝে।
তার সাথে কাটাতে চাই সদাই মন,
হাস্যিজ্জল থাকুক উনাত সারাটি জীবন।
হাসি মুখে কথা বলে সকলের মাঝে,
কথাই নয় প্রমাণ দেয় কাজে।
ছোট থেকে অন্য রকম ছিলো মোদের গাঁয়ে,
কাঁধে ব্যাগ নিয়ে চলত মাথায় ক্যাপ দিয়ে।
দিনের পর দিন যায় ভিন্ন ভিন্ন সাঝে,
কথা বলে হর হর আমাদের মাঝে।
তার সাথে কাটাতে চাই সদাই মন,
হাস্যিজ্জল থাকুক উনাত সারাটি জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন