শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

আশা

আশা
কাজী মোহাম্মাদ শিহাবুদ্দীন
আশা ছিল মনে আমার হব বাংলার কবি,
সারা জীবন গেয়ে যাব বাঙ্গালীদের দাবি।
আশা আমার আছে মনে পাখীর মত উড়তে,
তারা ভরা এই আকাশ পানে সারা জীবন ঘুরতে।
সকাল বেলা যেমন সূর্য উঠে নীল আকাশটা রাঙ্গিয়ে,
আশা আমার প্রতিভা গুলো উঠুক তেমন ফুটিয়ে।
মেঘে ঘেরা সূর্যটা যেমন আড়াল থেকে হাসে,
তেমনি আমার আশা গুলো জ্বলসে উঠুক ভেসে।
মনের সকল আশা নিয়ে গাতব আশার মালা,
বাংলাদেশের রুপটা দেখে কাটাই সারা বেলা।
বৃক্ষের মত শান্তশিষ্ট হবে কি আমার মন?
এই দেশটি গর্ব আমার সব চেয়ে বড় ধন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন