>><<<<<<{{{{{{তুই দিয়েছিস আড়ি}}}}}}>>>>>><<
_________ কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
সেদিন তুই রাগ করে দিয়েছিস মোরে আড়ি,
তোর জন্যে খুলেছি তাই কবিতার হাড়ি।
জানি তুই আমার সাথে রাগ করেছিস বিষণ,
করবি ও না কেন? কষ্ট দিচ্ছি তোকে যখন।
আসলে আমি প্রিয়কে ভাই ইচ্ছে করে কাঁদাই,
যাকে কাঁদাই তাকে আমি হাসির জোয়ারে ভাসাই।
জানি তুই রাগ করেছিস , আর করবি ও না কেন?
সদাই আমি তোর ক্ষতি করে বেরাচ্ছি যেন।
আমার বন্ধুত্ব রাখতে তুই হয়েছিস আজি নিঃস্ব,
এই ঋন স্বীকার করে যাব যতদিন থাকবে এই বিশ্ব।
তোকে আমি বাধা দিয়েছি মানা করেছি কতক,
নিজের ইচ্ছাঈ বন্ধু গড়তে চেয়েছিস তুই যতক।
তবে মোর নিজের ইচ্ছাতেও নয়,
তোকে বিপদে বাঁচাতে গিয়ে তারা স্বীকার হয়।
যদি তোর ইচ্ছে করে ডাকব কাছে তাদের,
তাদের ইচ্ছা পূর্ণ হবে ক্ষতি হবে মোদের।
আমি হতবাগা তোর উপকার করেও করিনি একটু খানি,
তাইতো নিজে মেনে নিলাম হতশা,ঘৃনা আর গ্লানি।
ভাল বন্ধু থে পারিনি বলে আমি নিজে দোষী,
আমায় ছাড়া থাকবি হয়ত সবচেয়ে খুশি।
তোদের মাঝে উঠুক ফুটে সোনালি রোদের হাসি,
তোদের থেকে দূরে গিয়ে আমি সর্বনাশী
কষ্ট মনে তোর রেখেছিস যত জমা,
আশা করি তুই আমাকে করে দিবি ক্ষমা।
এমন নিঃকৃষ্ট বন্ধু আমি কথা বলবার মত নয়,
সেদিন তুই বলিস কথা যেদিন তোর ইচ্ছে হয়।
যত ভুল করেছি আমি এই পোড়া মুখে কিছু বলবার নাই,
তাই এইটুকুতে আমি তোকে বিদায়ী বচন জানাই।
_________ কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
সেদিন তুই রাগ করে দিয়েছিস মোরে আড়ি,
তোর জন্যে খুলেছি তাই কবিতার হাড়ি।
জানি তুই আমার সাথে রাগ করেছিস বিষণ,
করবি ও না কেন? কষ্ট দিচ্ছি তোকে যখন।
আসলে আমি প্রিয়কে ভাই ইচ্ছে করে কাঁদাই,
যাকে কাঁদাই তাকে আমি হাসির জোয়ারে ভাসাই।
জানি তুই রাগ করেছিস , আর করবি ও না কেন?
সদাই আমি তোর ক্ষতি করে বেরাচ্ছি যেন।
আমার বন্ধুত্ব রাখতে তুই হয়েছিস আজি নিঃস্ব,
এই ঋন স্বীকার করে যাব যতদিন থাকবে এই বিশ্ব।
তোকে আমি বাধা দিয়েছি মানা করেছি কতক,
নিজের ইচ্ছাঈ বন্ধু গড়তে চেয়েছিস তুই যতক।
তবে মোর নিজের ইচ্ছাতেও নয়,
তোকে বিপদে বাঁচাতে গিয়ে তারা স্বীকার হয়।
যদি তোর ইচ্ছে করে ডাকব কাছে তাদের,
তাদের ইচ্ছা পূর্ণ হবে ক্ষতি হবে মোদের।
আমি হতবাগা তোর উপকার করেও করিনি একটু খানি,
তাইতো নিজে মেনে নিলাম হতশা,ঘৃনা আর গ্লানি।
ভাল বন্ধু থে পারিনি বলে আমি নিজে দোষী,
আমায় ছাড়া থাকবি হয়ত সবচেয়ে খুশি।
তোদের মাঝে উঠুক ফুটে সোনালি রোদের হাসি,
তোদের থেকে দূরে গিয়ে আমি সর্বনাশী
কষ্ট মনে তোর রেখেছিস যত জমা,
আশা করি তুই আমাকে করে দিবি ক্ষমা।
এমন নিঃকৃষ্ট বন্ধু আমি কথা বলবার মত নয়,
সেদিন তুই বলিস কথা যেদিন তোর ইচ্ছে হয়।
যত ভুল করেছি আমি এই পোড়া মুখে কিছু বলবার নাই,
তাই এইটুকুতে আমি তোকে বিদায়ী বচন জানাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন