ম্যাজিশিয়ান সাহিত্যের ছিন্ন পাতা....
,,,,,,,পুরাতন ফলক,,,,,,,,
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
,,,,,,,পুরাতন ফলক,,,,,,,,
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন
>>>মাঝে মাঝে এমন কিছু কথা মনে পড়ে যায় যা নিজেকে আবারো ফিরিয়ে
নিয়ে যায় অতীতের দিকে। আমাদের কোচিং-এ সবার প্রিয় বান্ধবী রিবা (নামের
প্রতিচ্ছায়া)। সে খুব দুরন্তপনা ও লেখাপড়ায় ও মেধাবী ছিল। যার কারণে সবাই
তার সাথে মজা করত,আর সেও সবার সাথে খুব হাসিখুশিতে মেতে থাকত প্রতিটি
মুহুর্ত ।সে দিন খোকন কুমার স্যারের কোচিং এর কথা......
স্যার কোচিং এর পাঠ দানে রসায়ন বিজ্ঞানের অম্লতার পাঠ নেওয়ার প্রসঙ্গক্রমে বলেন,প্রতিটি এসিডের ভিন্ন ভিন্ন স্বাদ আছে।আর এই ছাড়া আরো অনেক কিছু প্রসংঙ্গ এনেছে।কিন্তু স্যারের কথার এই ফাকে রিবা বলে উঠল,আচ্ছা স্যার নাকের সর্দিও কি এসিড কারণ ওটার যে একটা স্বাদ আছে।চমকে গেল সবাই...... তার কথা শুনে আমি হঠাৎ মাঝখান থেকে বলে উঠলাম,কিরে দোস্ত তুই কি সর্দিকপ খেয়ে দেখেছিস নাকি!!!!
সেও হাসি মুখে বলে উঠল, কেন!!! আমরা সবাই খায় না???[সে ছোট বেলার কথাটা বুঝাতে চেয়েছে, কিন্তু তার এই কথাটা বুঝিয়ে দেওয়ার আগে ]......সবাই অট্টহাসি দিয়ে বলে উঠল, ছি ছি ছি আমরা এই সব খায় না!!!শুধু তুমি খাও যে।এই কথা শুনে সে খুব লজ্জা পেল,আর সবাই হো হো হো করে হাসতে লাগল।সবাইকে মজা দিতে গিয়ে রিবা নিজে লজ্জা পেলেও সবাই ঠিকই মজা পেয়েছ। তবে তার এই কথাটা মনে পড়েলে আজও আমার হাসি পায়।আর হাসতে হাসতে স্মৃতির পাতা হয়ত বন্ধ করে রাখি আর খুব মিস করি ফেলে আসা পুরাণ দিন গুলোকে।Miss U নলেজ সেন্টার ;
স্যার কোচিং এর পাঠ দানে রসায়ন বিজ্ঞানের অম্লতার পাঠ নেওয়ার প্রসঙ্গক্রমে বলেন,প্রতিটি এসিডের ভিন্ন ভিন্ন স্বাদ আছে।আর এই ছাড়া আরো অনেক কিছু প্রসংঙ্গ এনেছে।কিন্তু স্যারের কথার এই ফাকে রিবা বলে উঠল,আচ্ছা স্যার নাকের সর্দিও কি এসিড কারণ ওটার যে একটা স্বাদ আছে।চমকে গেল সবাই...... তার কথা শুনে আমি হঠাৎ মাঝখান থেকে বলে উঠলাম,কিরে দোস্ত তুই কি সর্দিকপ খেয়ে দেখেছিস নাকি!!!!
সেও হাসি মুখে বলে উঠল, কেন!!! আমরা সবাই খায় না???[সে ছোট বেলার কথাটা বুঝাতে চেয়েছে, কিন্তু তার এই কথাটা বুঝিয়ে দেওয়ার আগে ]......সবাই অট্টহাসি দিয়ে বলে উঠল, ছি ছি ছি আমরা এই সব খায় না!!!শুধু তুমি খাও যে।এই কথা শুনে সে খুব লজ্জা পেল,আর সবাই হো হো হো করে হাসতে লাগল।সবাইকে মজা দিতে গিয়ে রিবা নিজে লজ্জা পেলেও সবাই ঠিকই মজা পেয়েছ। তবে তার এই কথাটা মনে পড়েলে আজও আমার হাসি পায়।আর হাসতে হাসতে স্মৃতির পাতা হয়ত বন্ধ করে রাখি আর খুব মিস করি ফেলে আসা পুরাণ দিন গুলোকে।Miss U নলেজ সেন্টার ;
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন